রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

রায়পুরে সম্পত্তির লোভে ঘরে আগুন, থানায় অভিযোগ দায়ের

দেলোয়ার হোসেন মৃধা বিশেষ প্রতিনিধি লক্ষীপুর :
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

লক্ষীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৈত্রিক সম্পত্তির লোভে ছোট ভাইয়ের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিলো বড় ভাই। ঘটনাটি ঘটে গত শুক্রবার রায়পুর পৌর ১নং ওয়ার্ড পূর্বলাচ মিয়াজি বাড়িতে। ভুক্তভোগী মিজানুর রহমান মিয়াজি বলেন, আমার ওয়ারিশী সম্পত্তির অংশ ভোগ দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে আমার বড় ভাই শাহজান ও তার পরিবারের সাথে। উক্ত সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করে আসছে আমার বড় ভাই শাহজান ও তার পরিবার, আমি সহ আমার পরিবারের লোকজন বিভিন্ন সময়ে শাহজান ও তার পরিবারকে আমার সম্পত্তির অংশ ছেড়ে দেওয়ার জন্য কথা বললে তারা বিভিন্ন ভাবে আমার এবং আমার পরিবারের লোকজনের ক্ষতি করার চেষ্টা করে আসছে। সম্পত্তির কথা বললে আমাকে এবং আমার পরিবারকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। এ নিয়ে একাধিক বার সালিশ দরবার হলেও তারা কাউকে তোয়াক্কা করেনা, এবং বার বার হত্যার হুমকি দেয়। তাই আমরা নিরাপত্তা হীনতার কারনে রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করায় আমার বড় ভাই শাহজান আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং গত শুক্রবার গভীর রাতে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে আমার বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরিশেষে আমি লক্ষীপুর আদালতে তাদের ৫ জন কে আসামি করে একটি মামলা দায়ের করি, এখন প্রশাসনের নিকট আমার এবং আমার পরিবারের দাবি সুষ্ঠু ভাবে তদন্ত করে আসামিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি। এ ঘটনার বিষয়ে অভিযুক্ত শাহজানের কাছে জানতে চাইলে তিনি বলেন কে বা কাহারা আগুন দিয়ে ঘর পুড়িয়ে দিয়েছে তাহা আমি জানিনা। জানতে চাইলে রায়পুর ওসি আবদুল জলিল বলেন, ঘটনাটি তদন্ত চলছে। থানায় উভয় পক্ষের অভিযোগ রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com