শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::

মেলান্দহে কবি-লেখক সমাবেশ, সাহিত্যের আসর, ১৩ নভেম্বর কবি দিবস পালনের দাবি

ফজলুল করিম মেলান্দহ (জামালপুর) :
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

১৪ নভেম্বর দিনব্যাপী জামালপুর-শেরপুর জেলার ইতিহাসে সেরা আয়োজন মেলান্দহ উপজেলার সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউট ময়দানে কবি-লেখক সমাবেশ, সাহিত্যের আসর, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সৈকত সাহিত্য সংসদ ও গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ এর আয়োজন করে। মিডিয়া পার্টনার ছিল, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই, নিউ নেশন ও আজকের জামালপুর। সৈকত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক-গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদের জামালপুর শাখার আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো. শাহ্ জামাল এতে সভাপতিত্ব করেন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সমাবেশের উদ্ধোধন করা হয়। দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে শতাধিক কবি-লেখক-গবেষক এতে অংশগ্রহণ করেন। সভায় ১৩ নভেম্বরকে কবি দিবস পালনের উপর দাবি করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে উলেখযোগ্যরা হলেন-লেখক-গবেষক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল অব. এম. সাখাওয়াত হোসেন এনডিসি, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপসচিব) কবি ও প্রাবন্ধিক আব্দুলাহ আল মাহামুদ, গাঙচিল সাহিত্য সংগঠন ও গাঙচিল প্রকাশনীর প্রতিষ্ঠাতা কবি-লেখক খান আক্তার দাদু ভাই, সমাজসেবা ও প্রবেশন কর্মকর্তা, লেখক-গবেষক রুশিয়া আক্তার, হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউট ও নার্গিস জিয়াউল হক প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-সভাপতি হুমায়ুন কবির সোনাহার। ডবষয় ভিত্তিক আলোচনা করেন-মানব জীবনে সাহিত্যের পরিধি ও প্রভাব শীর্ষক আলোচনা করেন-প্রতিবিম্ব সাহিত্য পরিষদের সভাপতি কবি আগত এডভোকে আবুল কাশেম ইয়াসবীর, সামাজিক স¤প্রীতি; সংস্কৃতির গুরুত্ব শীর্ষক আলোচনা করেন- মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান-লেখক-গবেষক ও কলামিস্ট ড. এ এইচ এম মাহবুবুর রহমান, সাংস্কৃতিক অঙ্গনে আঞ্চলিক ভাষার প্রভাব শীর্ষক আলোচক ছিলেন-আঞ্চলিক ছড়াকার, স্বভাবকবি-গীতিকার, সাংবাদিক-গবেষক, সাধারণ সম্পাদক সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের সাধারণ সম্পাদক, আবু নাসের সিদ্দিক তুহিন, বিজ্ঞান-প্রযুক্তি ও গবেষণায় বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা করেন-পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের চেয়ারম্যান (ফিশারিজ টেকনোলজি) আন্তর্জাতিক গবেষক-লেখক ড.সাজেদুল হক, মানবজীবনে শিল্পের প্রভাব শীর্ষক আলোচক ছিলেন-ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের শিল্পকলার ইতিহাস বিভাগের প্রভাষক, মোশারফ হোসাইন, দেশপ্রেম ঈমানের অঙ্গ: বর্তমান প্রেক্ষিত শীর্ষক আলোচনা করেন-ন্যাশনাল কারিকুলাম টেক্সবুক, বোর্ড অব বাাংলাদেশ (এনসিটিবি)’র সদস্য, ড. আব্দুল আলিম তালুকদার, বিজ্ঞান আন্দোলনে বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক আলোচনা করেন-আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারি অধ্যাপক লেখক ড. মাহমুদুল হাসান, সম্প্রীতির নজরুল শীর্ষক আলোচনা করেন- সভাপতি কবি সংঘ বাংলাদেশ এর সভাপতি, কবি-সাংবাদিক তালাত মাহমুদ, মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা করেন-মুক্তিযোদ্ধা আবুল হোসেন। স্বরচিত কবিতা-আবৃত্তি করেন, শিশুতোষ ছড়াকার ও বিটিভির গীতিকার আশরাফুল মান্নান, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, সহকারি অধ্যাপক-লেখক জিয়াউল হক সুজন, কবি ও বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, ময়মনসিংহের কবি বাহাদুর, কবি জাহাঙ্গীর আলম, কবি হারুনুর রশিদ, কবি হাফিজুর রহমান লাবলু, সরিষাবাড়ির কবি-প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর, ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের শিল্পকলার ইতিহাস বিভাগের প্রভাষক মোশারফ হোসাইন, পটুয়াখালির কবি আব্দুল কাদের, রংপুরের কবি-সাংবাদিক নাসরিন নাজ, কবি আবু নাসের সিদ্দিকতুহিন, কবি সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড’র সদস্য ড. আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক কবি হাফিজুর রহমান লাবলু, কবি আলী হোসেন খোকন, জননী বাংলা সাহিত্য সংসদের সভাপতি কবি শাকিল আহমেদ, সৈকত সাহিত্য সংসদের সহসভাপতি ও দেলাবাড়িপ প্রবাহের সম্পাদক হাবিবুর রহমান প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি তৌহিদুল ইসলাম অটল, কবি ও গীতিকার ফরহাদ হুসেন, কবি দেলোয়ার হোসেন, কবি আবুল মুনছুর, ফুলকোচা, কবি মিজানুর রহমান, কবি আরিফুল ইসলাম লাভলু, গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদদের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক কবি জাহাঙ্গীর আলম, সদস্য কবি গাজী মাজহারুল ইসলাম, স্বভাব কবি আব্দুল গণি কুঁড়ে, কলম কলি ও স্বরকলার সভাপতি কবি শেখ ফজল, কবি সুলেমান ইসলাম, কবি আব্দুল কাদের পটুয়াখালি, কবি ও সাংবাদিক তালাত মাহমুদ, সভাপতি, কবি সংঘ বাংলাদেশ, কবি বাহাদুর ময়মনসিংহ, বকশীগঞ্জ সাহিত্য পরিষদের কবি আলমগীর হোসেন, জননী বাংলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি আমিনুর ইসলাম, জামালপুর হোমিও কলেজের সহকারি অধ্যাপক ডা. কবি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতারের উপস্থাপক-ছড়াকার মাসুম হাবিব, কবি ও নাট্যকার আলী আক্কাস, কবি মনিরুল আলম খান, কবি ইব্রাহিম খলিল, গাঙচিলের কবি রুবেল মিযা, কবি মাজহারুল ইসলাম, কবি মিজানুর রহমান মজনু শাহ, সেলিম রেজা, বকশীগঞ্জ সাহিত্য পরিষদের সম্পাদক কবি আমিনুল ইসরাম আমিন, কবি শামসুদ্দিন বাবর, কবি ও এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, কবি হাসান শরাফত ময়মনসিংহ ও কবি জাহিদুর রহমান। আলোচনায় অংশ নেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের প্রতিনিধি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি এডভোকেট ইউসুফ আলী, বাংলাদেশ বেতারের গীতিকার ও মাদারগঞ্জ মির্জা আজম বিশ^বিদ্যালয় কলেজের প্রভাষক রফিকুল ইসলাম ইরফান,এডভোকেট আইয়ুব আলী চিশতী এপিপি, অধ্যাপক আমির আলী, শিল্পকলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আবুল মুনসুর খান দুলাল, টুপকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক ফজলুল করিম লিচু, শিল্পচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ, আব্দুর রউফ হীরা, হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জনিয়ার জাহিদুল ইসলাম, যাদুশিল্পী দেলোয়ার হোসেন প্রমুখ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিটিভি-যমুনা টিভি-এনটিভির শিশু শিল্পী লিউনা তাসনিম সাম্য, শিশু শিল্পী ওয়াছিয়া অন্বেষা, কন্ঠ শিল্পী ও সুরকার আব্দুল ওয়াজেদ, ডা. হাবিবুর রহমান, মোত্তাসিম বিলাহ সঙ্গীত পরিবেশ করেন। অনুষ্ঠান গ্রন্থনা-পরিচালনা করেন-জাহিদুল ইসলাম, হিমা ও খন্দকার ফুয়াদ হাসান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com