‘জীবন যন্ত্রণা’মৃত্যুর আগে এটিই ছিল চিত্রনায়ক মান্নার অসমাপ্ত ছবি। চিত্রনায়কের মৃত্যুর এক যুগ পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ছবিটি; সবকিছু ঠিক থাকলে আগামী বছর ২৬ মার্চ মুক্তি পাবে। ২০০৫ সালে কাজ শুরু হওয়া ছবিটির কিছু অংশের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে প্রয়াত হন মান্না। জাহিদ হোসেন পরিচালিত ছবিটির নাম তখন ছিল ‘লীলামন্থন’। পরবর্তী সময়ে আবারো শুরু হয় ছবির কাজ। ছবিটির গল্প মুক্তিযুদ্ধভিত্তিক। বাকি অংশের কাজ শেষ করে ছবিটি ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা পড়ে; কিন্তু নামের কারণে দীর্ঘ সময় আটকে ছিল। অবশেষে নাম বদলে প্রদর্শনের অনুমতি পেয়েছে সিনেমাটি। ‘জীবন যন্ত্রণা’ ছবিতে মান্না ছাড়া আরো অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।
১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন মান্না। তার প্রকৃত নাম আসলাম তালুকদার। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নিয়ে সুযোগ পেয়েছিলেন চলচ্চিত্রে। ১৯৮৫ সালে প্রথম সিনেমা ‘পাগলী’। এভাবেই আসলাম তালুকদার থেকে তিনি হয়ে ওঠেন ঢালিউডের মান্না। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।