শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে রোল্যান্ড প্রেন্টিস রনিকে মুক্তিযোদ্ধা তালিকাভূক্তির দাবীতে সংবাদ সম্মেলন

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধা রোল্যান্ড প্রেন্টিস রনিকে মুক্তিযোদ্ধা তালিকাভূক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তার ছোটভাই এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস। ১৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে রনির সহযোগী মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও তার পরিবারের সদস্যবৃন্দ আয়োজিত এ সংবাদ সম্মেলনের এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস বলেন- অনেক মানুষের জীবন দানে, আত্মত্যাগের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। কিন্তু, অতীব দুঃখের ও কষ্টের বিষয় যে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও আমরা ভুয়া মুক্তিযোদ্ধার কথা শুনছি। অন্যদিকে প্রকৃত অনেক মুক্তিযোদ্ধাই রাষ্ট্রের স্বীকৃতি পাননি। তথ্য উপাত্তসহ আবেদন-নিবেদন করলেও তাদেরকে তালিকাভুক্ত করা হয়নি। কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে তালিকায়ভূক্ত করা হচ্ছেনা। আমার বড়ভাই রোল্যান্ড প্রেন্টিস রনি ১৬ এপ্রিল ১৯৭১ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের পেঁচারতল-এ প্রশিক্ষণে অংশ নেন এবং মুক্তিযুদ্ধে ৪নং সেক্টর কমান্ডার সি আর দত্তের অধীনে কোম্পানী কমান্ডার ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিটের সাবেক কমান্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সাবেক কমান্ডার মোঃ জামাল উদ্দিন, সাবেক থানা কমান্ডার মকবুল খান, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ হারুন মিয়া, মুক্তিযোদ্ধা কুতুবুর রহমান প্রমুখ তার সহযোদ্ধা ও কোম্পানীর সদস্য ছিলেন। তাদের অনেককেই রাষ্ট্রীয় মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত করা হয়েছে। তারা অনেকে এখনো বেঁচে আছেন এবং সমাজে নানা পর্যায়ে সক্রিয় ও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু, রোল্যান্ড প্রেন্টিস রনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল বিভাগে যথানিয়মে আবেদন করলেও আজ পর্যন্ত তাকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হয়নি। মুক্তিযোদ্ধা রোল্যান্ড প্রেন্টিস রনি ১৯৭৪ সালে প্রবাসী হন। সেইথেকে এষনও প্রবাসী জীবনযাপন করছেন। তার ধারণা ছিল রাষ্ট্র স্বতস্ফূর্তভাবে তাকে মুক্তিযোদ্ধা হিসাবে রাষ্ট্রীয় স্বাীকৃতি প্রদান করবে, মনে রাখবে। তিনি কখনো ভাবেননি, মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হবার জন্য তাকে লড়াই করতে হবে। বাধ্য হয়ে তিনি দেশে এসে অনলাইনে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু, সেসময় মহামান্য হাইকোর্টে একটি রিটের কারণে কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০১৯ সালের ২৫ আগষ্ট সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি ৭ জন মুক্তিযোদ্ধার নাম ‘‘ক’’ তালিকায় নির্ধারণ পূর্বক জামুকায় প্রেরণ করে। তালিকার প্রথমেই ছিল রোল্যান্ড প্রেন্টিস রনির নাম। কিন্তু, ২০২০ সালের ২০ মে এর অতিরিক্ত সংখ্যা গেজেটে তার নাম অন্তর্ভুক্ত হয়নি। এ ঘটনায় শুধু তার পরিবারই নয়, তার সহযোদ্ধা মুক্তিযোদ্ধারাও মর্মাহত হন। তাই, মর্মাহত মুক্তিযোদ্ধারা স্বউদ্যোগেই তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিষয়টি প্রত্যয়ন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে চিঠি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১৪ জুলাই মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ জামাল উদ্দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে যাচাই বাছাই কমিটি কর্তৃক প্রদত্ত তালিকায় ১নং জনের নাম না থাকা প্রসঙ্গে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন- রোল্যান্ড প্রেন্টিস রনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। যাচাই বাছাই কমিটিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ উপস্থিত মুক্তিযোদ্ধারাও তাঁকে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা প্রমান করে স্বাক্ষী দিয়েছেন উল্লেখ করে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। সে চিঠিতে রোল্যান্ড প্রেন্টিস রনি যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা এবং কোম্পানী কমান্ডার ছিলেন তার স্বপক্ষে যুক্তি প্রমাণ তুলে ধরে, তার সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের নাম উল্লেখ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সকল চিঠির কোনো উত্তর দেননি। কেন তাঁকে তালিকাভূক্ত গেজেটভূক্ত করা হয়নি এর কোন ব্যাখ্যা দেননি। ব্যাখ্যাটা পেলে অন্ততঃ তিনি বুঝতে পারতেন কোন দোষে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি বা পাবেন না। জীবন বাজি রেখে যিনি দেশের জন্য যুদ্ধ করেছেন, তিনি মুক্তিযোদ্ধার স্বাীকৃতি পেতে কেন আজ অন্যের দ্বারস্থ হতে হচ্ছে। কোন সুযোগ সুবিধার জন্য নয়, রাষ্ট্রীয় মর্যাদার জন্য তিনি মুক্তিযোদ্ধা স্বীকৃতি চেয়েছেন। তাই, এক্ষেত্রে রাষ্ট্র এগিয়ে আসবে বলে আমরা আশা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন- মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সাবেক কমান্ডার মোঃ জামাল উদ্দিন, সাবেক থানা কমান্ডার মকবুল খান, শিক্ষাবিদ মায়া ওয়াহিদ, রোল্যান্ড প্রেন্টিস রনির অপর ছোটভাই অপু প্রেন্টিস ও এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিসের কন্যা ডোরা প্রেন্টিস। উপস্থিত ছিলেন এডভোকেট আবুল হাসান, শিক্ষানবিস এডভোকেট ফাহিমা পারভীন ও এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিসের পুত্র ভিক্টর প্রেন্টিস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com