সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

গলাচিপা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ

মু: খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

বরিশাল বিভাগে এক মাত্র গলাচিপা পৌরসভা নির্বাচন অবাধ শান্তি পূর্ন ও কোন অপ্রীতিকর ঘটনা ছারাই নির্বাচন সুষ্ঠ হয়েছে।পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার,ও জেলা নির্বাচন অফিসের সার্বিক ব্যবস্থাপনায় গলাচিপা পৌরসভা গতকাল রোববার ৯ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বৈকাল ৪ টা পর্যন্ত পর্যাপ্ত নির্বাহী মেজিষ্ট্রেট দের উপস্থিতিতে ইভিএম পদ্ধতিতে বোটার রা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছে। প্রতিটি কেন্দ্রে নারি পুরুষ শৃংখলার সাথে রখাট প্রদান করে। কেন্দ্রে আসে পাশে এবং ভিতরে নিরাপদ ব্যবস্থা দেখে ভোটাররা সন্তোষ প্রকাশ করে। পটুয়াখারী জেলা প্রশাসক জনাব মো: কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মোহম্মদ সহিদুল্লাহ (পি পি এম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, সহকারী কমিশনার ভূমি মোঃ নুজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম শওকত আনোয়ার, আইন শৃংখলা বাহিনি নিয়ে প্রতিটি কেন্দ্র দায়িত্বশীলতার ভুমিকা ভাপলন করেছে। পৌরনির্বাচনে ভোটারদের মাঝে ভোটের আস্থা ফিরে আসায় প্রশাসন ও সরকারের প্রতি ধন্যবাদ জানায়। গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মু: খালিদ হোসেন মিলটন গলাচিপা এন জেট মাদ্রাসায় সকাল ১০ টায় এক জন বৃদ্ধ মা ভোটার জনাবা নুর জাহান বেগম(৮০) অসুস্থ্য অবস্থায় তার বড় ছেলে মো: কুদ্দুছ মিয়া মাকে কোলেকরে নিয়ে এসে ভোট প্রদান করে। সাক্ষাত কারে, বৃদ্ধ মাতা নুর জাহান বেগম জানান যে, জীবনে প্রথম ইভিএম মাধ্যমে প্রথম ভোট দিতে পেরে তিনি আন্দদিত। ভোটকেন্দ্রর পরিবেশ ছিলো শান্তি পূর্ন। উল্লেখ্য গলাচিপা পৌরসভা নির্বাচনে ১৬ হাজার ৩ শত ৪০ জন ভোটার দের মধ্যে প্রায় অধিকাংশ ভোটাররা ভোট প্রদান করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com