মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

দীঘিনালায় পার্বত্য শান্তিচুক্তি ২যুগ পূর্তিতে আনন্দ শোভাযাত্রা

সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি) :
  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

পার্বত্য শান্তিচুক্তির ২যুগ পূর্তি উপলক্ষে আনন্দ শোভা যাত্রার মাধ্যমে পালন করা হয়েছে। বৃহস্পতিবার(২ডিসেম্বর) সকাল ৯টায় দীঘিনালা জোনের আয়োজনে আনন্দ শোভাযাত্রাটি উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্নেল চেীধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী পিএসসি। পরে আনন্দ শোভা যাত্রাটি দীঘিনালা বাসার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: কাশেম, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শামিন শিকদার রাতুল, মেজর মির্জা মেহেদী আসলাম বেগ, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ, দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল মিন্টু, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালঅ কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: জসিম, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদীকা মাহমুদা বেগ লাকী, উপজেলা জেএসএস ছাত্র বিষয়ক সম্পাদক নলেজ চাকমা জ্ঞান প্রমুখ। উল্লেখ্য যে, পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী উপজাতিদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছিল। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আবদুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা। এরপর ধীরে ধীরে উপজাতি বাঙ্গালী সংঘর্ষ হ্রাস পায়। পার্বত্য চট্টগ্রামে শান্তির সু-বাতাস বইতে শুরু করেছে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com