চরাঞ্চলে এবারে মাসকালাই, ঠাকরি কালাইসহ বিভিন্ন জাতের কালাইয়ের চাষাবাদ নিয়ে ব্যাস্ত কৃষক। কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার নারায়নপু, নুনখাওয়া, কালিগঞ্জ ইউনিয়ন সংলগ্ন দুধকুমর ও ব্রম্মপুত্র নদী চরে চৈদ্দঘুড়ির চর , কালার চর, শইলমারীর চর, ধনিরামপুরর চর, পাখিউরার চর, নারায়নপুরের চর,পদ্দার চর, কালাইর চর, চর কাপনা, ঝাউকুটির চর, বংশির চর, শারিশুরি, নুনখাওয়া, বোয়াইলমারীর চর, মাঝিয়ালীর চরের কৃষকরা এবারে কালাইয়ের চাষাবাদ করে বাম্পার ফলনের আশা করছেন। কালাইয়ের চাষ দেখে যেন প্রানজুরিয়ে যায় কৃষকের বাম্পার ফলনের সম্ভাবনায় তাদের মুখে হাসির ঝলক। চর গুলোতে এখন মনোরম পরিবেশে বিরাজ করছে। দুরদুরান্ত থেকে সকের বসে দেখতে যাচ্ছে অনেকে। এ এলাকার কৃষকদের ধানের ফলন সুভিধাজনক না হওয়ায় ঝুঁকি নিয়েছে কালাইয়ের চাষাবাদ করতে। চরের কৃষকরা আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে স্বপরিবারে কালাইয়ের পরিচর্চা নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। আর কয়দিন পরেই শুরু হবে কালাইয়ের কাটামারি উৎসব। চাষাবাদ সময়মত হওয়ায় ভাল দেখা যাচ্ছে কালাইয়ের চাষাবাদ তাই গতবারের চেয়ে এবারে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কৃষক চর কাপনার তাজুল ইসলাম, চৈদ্দঘুরির দুখু মিয়া, কালাইয়ের চরের রুহুল আমিন , নারায়ন পুরের নবনির্বাচিত মেম্বার ও কৃষক কবিরুল ইসলাম, সোরাব আলী, মনু সরকার, জহুরুল হক, শাহ আলম জানান অনান্য আবাদের চেয়ে বালু জমিগুলোতে এবারে বিঘায় ৫ মন করে কালাই ঘড়ে আসতে পারে যার প্রতি মনের দাম ৪ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কেনা বেচা হবে, চাষাবাদ করতে সামন্য টাকা এবং কম পরিশ্রমে কালাই ঘরে আসে ,আর কয়েক দিন পরেই শুরু হবে কাটামারাই হবে বলে জানান তারা।