তোমার মাঝেই স্বপ্নের শুরু তোমার মাঝেই শেষ ভালোলাগা ভালোবাসার তুমি আমার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মহান বিজয় দিবস ও যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পালিত হয়েছে। ২২ ডিসেম্বর(বুধবার) রাত ৮ টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় মাঠে ডেফিটার্স ইউনাইটেড ২০০৮ ব্যাচ এর নেতৃত্বে বিজয়ের ৫০ বছর উদযাপনে আনুষ্ঠানিকতা শুরু হয়। আমিশাপাড়া খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় মাঠে মোরশেদ আলমের সভাপতিত্বে, ও ডেফিটার্স ইউনাইটেড এর আরহান চৌধুরীর নেতৃত্বে, আলোচনা সভাসহ নানা রকম কর্মসৃচির মধ্য দিয়ে বিজয়ের ৫০ বছর উদযাপন করেছে ২০০৮ ব্যাচ এর স্হায়ী ডেফিটার্স ইউনাইটেড সংগঠন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন পারভেজ, আবদুল আউয়াল, রাশেদ, হাছান আমিন, আলী রাজ রাসেল, জুবায়ের হোসেন রিয়াজ, ডাক্তার রাসেল, সজল, সাহাবুউদ্দিন আফরোজ, সোলাইমান স্যার, সাংবাদিক গোলজার হানিফ, ও সাংবাদিক এম এবি ছিদ্দিক। কার্জকারি সদস্য আবদুল বাতেন, ইফতেখার রাসেল, ইসলাম মোরশেদ, শাহাদাত হোসেন, তারেক রহমান, এহসান আল জাদিদ, জাহিদের আলম বিপ্লব, শেখ জাবেদ, কামরুল হাচান সজীব, খন্দকার রুবেল, ফারুক খান, রাজন রাজু, সাইফুল ইসলাম, টিপু, অর্জুন, সালাউদ্দিন, সাখায়েত হোসেন, জাহিদ আবির, ফয়সাল, আলী, মাহফুজ, মুকুল, ইমু প্রমৃখ।