বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

হৈমন্তী’র ‘একটি না বলা গল্প’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

করোনায় মৃত্যুর হার বাংলাদেশে খুব কমে যাবার কারণে দেশের রাজধানীসহ নানান জেলা উপজেলায় স্টেজ শো’র মৌসুম যেন ফিরে এসেছে। আর তাতে করে সঙ্গীতশিল্পীদেরও ব্যস্ততা বেড়ে গেলো। সেই ধারাবাহিকতায় শ্রোতা দর্শকের কাছে নিজের সুরেলা গায়কী দিয়ে সম্পূর্ণ আলাদা একটি অবস্থান তৈরী করে নিয়েছেন। যে কারণে স্টেজ মৌসুমে হৈমন্তীরও চাহিদা বেশ বেড়ে যায়। বলা যায়, মৌসুম শুরু হবার পর থেকে এখন পর্যন্ত বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন হৈমন্তী রক্ষিত। বছরের শেষ দিনগুলোর প্রতিটি দিনই হৈমন্তীর কাটবে স্টেজ-এ স্টেজ-এ গান গেয়ে। আজ ঢাকাতে নেভী আয়োজিত অনুষ্ঠানে, ২৭ ও ২৮ ডিসেম্বরও ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে, ২৯ ডিসেম্বর চট্টগ্রাম রেডিসনে, ৩০ ডিসেম্বর পুলিশদের আায়োজিত অনুষ্ঠানে ঢাকায়, ৩১ ডিসেম্বর সকালে এনটিভির ছুটির দিনের গান’ অনুষ্ঠানে এবং সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন হৈমন্তী।
আবার বছরের শুরুর দিকেও তার স্টেজ শো’তে রয়েছে ব্যস্ততা। বছরের প্রথম দিন পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা এখনো। তবে যদি কোন শো’তে পারফর্ম করার প্রস্তাব আসে তবে তাও বিবেচনায় থাকবে বলে জানান হৈমন্তী। তিনি জানান, আগামী ৭. ৮ ও ১২ জানুয়ারি স্টেজ শো নিয়ে ব্যস্ততা আছে তার। এদিকে নতুন ১৪ টি গানের অডিওর কাজ শেষ করা আছে বলেও জানান তিনি। আগামী বছরের শুরুর দিকে একে একে মিউজিক ভিডিওর জন্য সময় দিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করে গানগুলো প্রকাশ করা হবে। এরইমধ্যে হৈমন্তী নাটকের জন্য ইথুন বাবুর কথা, সুর সঙ্গীতে ‘ও দুটি চোখ’ গানে কন্ঠ দিয়েছেন। হৈমন্তীকে নিয়ে ইথুন বাবু বলেন,‘ সবার প্রিয় সুকন্ঠি গায়িকা হৈমন্তী গানের প্রতি অনেক দায়িত্বশীল। চমৎকার গেয়েছে। অনেক দোয়া রইলো হৈমন্তীর জন্য।’
হৈমন্তী বলেন,‘ আমার সকল ভক্ত, দর্শক, শ্রোতার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা যে তারা আমার গানের সপ্রতি সবসময়ই ভীষণ আগ্রহ প্রকাশ করেন এবং আমি খেয়াল করেছি যখন যেখানে শো করেছি আমার গান তারা ভীষণ মনোযোগ দিয়ে উপভোগ করেন। এটা শিল্পী হিসেবে আমার অনেক বড় প্রাপ্তি। ভীষণ ভালো লাগার বিষয় যে করোনাকাল পেরিয়ে আমরা আবারো স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠেছি। ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমার স্বামী অসীম দাস আমার সন্তান আনন্ত্য ও আদীপ্ত্য’র জন্য সবার কাছে দোয়া চাইছি যেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি।’ হৈমন্তী এরইমধ্যে সরকারী অনুদানের সিনেমা ‘একটি না বলা গল্প’ সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com