সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল-২০২১” লাভ করেছেন দৈনিক আমার বার্তা পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি ও ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল। উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, আইন শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের রূপকার প্রথম বাঙালি মুসলিম প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার (১৪ জানুয়ারি) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে দেশবরেণ্য এই বিচারপতির ১১১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে পদক তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। সাংবাদিক, শিক্ষক ও আইনজীবী এ তিন ক্যাটাগরিতে নির্দিষ্ট সংখ্যক গুণীজনকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম. ফারুক। স্মৃতি চারণ করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান এবং বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর সুযোগ্য সন্তান সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মো. আবু তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. হীরা সোবাহান। আরও উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ ফাউন্ডেশন এর সভাপতি এ্যাডভোকেট জোসনা আরা নীলা ও সাধারণ সম্পাদক মোঃ আর.কে রিপন।