আনন্দমূখর পরিবেশে এবং নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল উত্তরবঙ্গের স্বেচ্ছাসেবীদের আয়োজনে স্বেচ্ছাসেবী মিলন মেলা-২০২২। “সংকটে, দূর্যোগে আমরা আছি পাশে” -এই স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার সারা দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবীদের বিশাল মিলনমেলায় নাগরিক উদ্দ্যেগ দিনাজপুর এর সভাপতি প্রবীন রাজনীতিবীদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মিলনমেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট অর্থপেটিক চিকিৎসক প্রফেসর ডাঃ আমজাদ হোসেন, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আক্তার, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক মোঃ বেলাল হোসেন বলেন, যারা নিঃস্বার্থে দেশ ও জাতীর সংকটময় সময়ে মানুষের পাশে দাড়ায় তাদের মূল্যায়ন হওয়া উচিত। তাদের মূল্যায়নের জন্য আমরা এই মিলনমেলার আয়োজন করেছি। মিলন মেলার প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুল ইমাম চৌধুরী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিশেষ অবদান রাখার জন্য এইচ আর ড্রিম ফাউন্ডেশনের সিও হাফিজুর রহমান, উদয়মান যুব উন্নয়ন সংস্থার সেক্রেটারী মোঃ বেলাল হোসেন, এরাইজ হেল্প পর চাইল্ড ফাউন্ডেশনের সভাপতি হাসেম বাধন, ষ্ট্রং গ্রুপের আহবায়ক আফরোজা আক্তার ও স্বপ্ন নাফিউ ফাউন্ডেশনের সভাপতি নাঈম ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করতে গিয়ে বলেন, বৈশ্বিক মহামারীতে অথবা যে কোনো দুর্যোগে যারা নিজের জীবন বাজী রেখে নিঃস্বার্থ ভাবে সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাড়ায় তারাই তো প্রকৃত স্বেচ্ছাসেবক। তোমরা যারা বিনা পারিশ্রমিকে দেশের-সমাজের চরম সংকটে নিজেদের উৎসর্গ করে সংকট মোকাবিলা কর তারাই তো দেশের প্রকৃত যোদ্ধা স্বেচ্ছাসেবক। আবার ও দেশে নতুন করে বৈশ্বিক মহামারী দেখা দিয়েছে এবারও তোমাদের সহযোগিতা দেশ ও জাতীর প্রয়োজন। তাই তোমাদের প্রস্তুত থাকতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবীব সুমন। সভা শেষে দ্বিতীয় পর্বে উত্তরবঙ্গের আট জেলা হতে আগত স্বেচ্ছাসেবীদের বিশেষ অবদানের জন্য প্রতিজনকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া গত করোনার সময় ভয় ভীতিকে উপেক্ষা করে মৃত মানুষের লাশ দাফনের জন্য ২নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আবুল কালাম বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়।