শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার ৩ দিনের রিমান্ড

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীর পল্টন থানার মামলায় জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এদিন পল্টন থানার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল মালেক গোলাম পারোয়ারকে আদালতে হাজির করেন। আসামিকে গ্রেফতার দেখানো ও ১০ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী এস কে কামাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ আইনজীবী আজাদ রহমান এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
উল্লেখ্য, গত বছরের ২৬ মার্চ জুমার নামাজের পর বিক্ষিপ্তভাবে এক দল মুসল্লি মোদিবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেন। তারা রাস্তায় বের হতে চাইলে পুলিশ লাঠি চার্জ করে এবং মসজিদ প্রাঙ্গণে টিয়ার শেল নিক্ষেপ করে। মুসল্লিরা তখন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন আহত হন। এঘটনায় পল্টন থানায় মামলা দায়ে করে পুলিশ এবং সেই মামলায় পরওয়ারকে গ্রেফতার করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com