শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস প্রফেসর ড. মোঃ আবদুস সাত্তার ম-লকে নগরকান্দায় সংবর্ধনা

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

একুশে পদকপ্রাপ্ত, ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. মো. আবদুস সাত্তার ম-ল কে সংবর্ধনা প্রদান করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম নুরু ম-ল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী, রামনগর ইউপি চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল, সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা, সুকুমার চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য দেন কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ মোল্যা। সঞ্চালনা করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অরুন কুমার সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ তিলোক কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে ড. মোঃ আবদুস সাত্তার মন্ডলকে সম্মাননা পদক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গবেষণায় গৌরবজনক অবদান রাখায় ২০২২ সালে ড. মোঃ আবদুস সাত্তার মন্ডলকে একুশে পদক প্রদান করা হয়। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন আব্দুস সাত্তার মন্ডল। তিনি একজন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ। কর্মজীবনে তিনি কৃষি বিদ্যালয়ে অধ্যাপনা ও পরে উপাচার্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তিনি পরিকল্পনা কমিশনের ২ বার সদস্য  ছিলেন। কৃষি যান্ত্রিকীকরণ নীতি ২০২০ প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয়দের পক্ষ থেকে কৃষ্ণানডাঙ্গীতে একটি কলেজ স্থাপনে ভুমিকা রাখার জন্য ড. মোঃ আবদুস সাত্তার ম-লের প্রতি দাবি জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com