শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র চলছে: নজরুল ইসলাম খান পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায় নাই : ডা. শফিকুর রহমান জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : তারেক রহমান ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের? আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ মুসল্লিদের প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য অশনিসংকেত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

টাকা-পয়সা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয় কেন?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

দাম্পত্যে টাকা-পয়সা নিয়ে ঝগড়া হওয়া তেমন অস্বাভাবিক বিষয় নয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অর্থসংক্রান্ত নানা বিষয়ে মতবিরোধ হয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সবার জীবনেই অর্থের গুরুত্ব বেড়েছে। প্রত্যেকেরই চাহিদা অনেক। চাহিদা মেটাতে ততটা রোজগারও করা আবশ্যক। এক্ষেত্রে ভালোবাসার প্রথম পর্যায়ে সমস্যা তেমন দেখা দেয় না।
তবে সংসারের চাপ বাড়তে থাকলে দেখা দেয় দাম্পত্যে নানা সমস্যা। তাই সংসার টিকিয়ে রাখতে ও দাম্পত্য কলহ থেকে বাঁচতে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তার আগে জেনে নিন কী কী কারণে দাম্পত্যে টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়->> অনেকেই সঙ্গীকে লুকিয়ে বিভিন্ন খাতে টাকা খরচ করেন। যখন সঙ্গী জানতে পারেন, আপনি তাকে লুকিয়ে টাকা খরচ করছেন তখনই দেখা দেয় নানা সমস্যা। তাই আপনার যদি কোথাও খরচ করতেই হয়, অন্তত সঙ্গীকে জানিয়ে রাখুন।
>> অনেকেই অতিরিক্ত হাত খরচ করেন। সেক্ষেত্রে সঙ্গী যদি এসব বিষয়ে লাগাম টানতে বলেন, আর আপনি যদি তাকে গ্রাহ্য না করেন তখন দেখা দিতে পারে সমস্যা। আসলে খরচ বেশি করলে বাজেট বাড়ে। তাই সবাইকেই নিজের খরচের উপর নজর দিতে হবে।
>> অনেকে নিজের সঙ্গীর কাছ থেকেও বিভিন্ন কারণে টাকা ধার নেন। প্রয়োজনে আপনি ধার নিতেই পারেন। তবে সেটা নিজের ভেবে যখন আর ফিরিয়ে দেন না, তখনই কলহ দেখা দিতে পারে। তাই কথা দিয়ে কথা রাখতে শিখুন। এতে সঙ্গীর কাছে আপনিই সম্মানিত হবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com