রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র চলছে: নজরুল ইসলাম খান পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায় নাই : ডা. শফিকুর রহমান জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : তারেক রহমান ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের? আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ মুসল্লিদের প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য অশনিসংকেত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

টঙ্গীর সফিউদ্দিন একাডেমিতে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন নবীন বরণ

বশির আলম টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২

টঙ্গীর স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এ- কলেজ ২০২১/২২ শিক্ষাবর্ষে একাদ্বশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান গতকাল বিদ্যালয় অডিটরিয়ামে ভাষা সৈনিক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহি অফিসার এসএম সাদিক তানভীর, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনসুরুল ইসলাম মিলন,বিদ্যালয়ের অধ্যক্ষ মো মনিরুল ইসলাম প্রমুখ। এসময় বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম তার স্বাগত ভাষণে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমি আমার বক্তব্যের শুরুতেই অত্র কলেজে নবাগত শিক্ষার্থীদের জানাই ফুলেল শুভেচ্ছা। আমি তোমাদের অন্তরের উষ্ণ আবেগে, ভালোবাসার আশ্বাসে একান্ত নিবিড় করে গ্রহণ করলাম। তোমাদের এ আগমন শুভ হোক। এ শিক্ষায় তোমাদের উন্মুক্ত অঙ্গনে তোমরা জীবন বিকাশে সক্ষম হও এটাই আজ আমার একান্ত কামনা। তোমরা স্কুলের সীমানা পেরিয়ে কলেজ নামক বৃহত্তর শিক্ষার স্থরে এসেছো। স্কুলের সংকীর্ণ পরিসর, ধরাবাধা নিয়মবিধির বাইরে অত্র কলেজের পরিসর অতি উদার, এখানকার সামগ্রিক পরিবেশও অনেক বেশি মুক্ত। মতামত প্রকাশ, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদির বিষয়ে তোমরা ভোগ করবে অনেক বেশি স্বাধীনতা। তোমরা এখানে পরিপূর্ণ মানুষের স্বীকৃতিতেই আত্মনির্মাণ ও আত্মবিকাশে সক্ষম হবে। প্রসঙ্গক্রমে তোমাদের একটি উপদেশ না দিয়ে পারি না। আমরা জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে তাকে রক্ষা করা অধিকতর কষ্টকর। তোমাদের ক্ষেত্রে কথাটি আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি ও আমরা এই স্বাধীনতা ও উদারতার যে সুযোগ পাচ্ছি তা আমাদের অধিকতর দায়িত্বশীলতার কথাই মনে করিয়ে দেবে। তোমরা বৃহত্তর জীবনের এই আহবানে নিজেদের আগামীর জাতীর কা-ারীর রূপে গড়ে তুলতে সচেষ্ট থাকবে, এটাই আমার প্রত্যাশা। আমরা জানি, আমাদের অত্র বিদ্যালয়ে রয়েছে দেশজুড়ে সুনাম ও দীর্ঘ ঐতিহ্য। নকল ও সন্ত্রাসমুক্ত বিদ্যালয় হিসেবে এর নাম আমরা সগৌরবে উচ্চারণ করি। তাছাড়া একটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবেও এর সুনাম রয়েছে। এই ঐতিহ্য ও সুনাম একদিনে, এমনিতেই অর্জিত হয় নি। শিক্ষকম-লীর আন্তরিক প্রয়াস ও শিক্ষার্থীদের সহযোগিতায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির আন্তরিক প্রচেষ্টায় উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছে। একে ধরে রাখার এবং উত্তোরত্তর বৃদ্ধি করার দায়িত্ব তোমাদের। লেখাপড়ায়, আচার-আচরণে, আদব-কায়দায় তোমরা তোমাদের স্বাতন্ত্র্য প্রমাণ করবে। আমি তোমাদের শিক্ষক নয় একজন অবিভাবক বাবা হিসেবে এই দাবি করা অসঙ্গত নয় বলেই মনে করি। তোমাদের পথপরিক্রমায় দিকনির্দেশনা প্রদান করার ক্ষেত্রে আমারও রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি এ দায়িত্ব পালনে সচেষ্ট থাকব ইনশাআললাহ। আমার পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণে তোমরা কোনো দ্বিধা করবে না। এসো, তোমাদের সাথে মিলে স্নেহ, ভালোবাসা ও শাসনের সম্মিলনে এ পবিত্র শিক্ষাঙ্গণকে আরও গৌরবদীপ্ত করে তুলি। তোমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকম-লীকে মান্য করবা। তাঁদের প্রতি আনুগত্য প্রদর্শন করবে এটাই আমার প্রত্যাশা। পরিশেষে তোমাদের সুস্থ দেহমন ও কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন কামনা করি। তোমাদের কলরবে এ শিক্ষা প্রতিষ্ঠান নবপ্রাণের জোয়ারে ভেসে যাক। আবারও নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com