লক্ষ্মীপুরের রায়পুর রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জে আজ সকালে আল-ফারাদী গার্লস মাদ্রাসার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আল-ফারাদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আমানত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। অনুষ্ঠানে আল-ফারাদী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন আল-ফারাদী লন্ডন থেকে ভার্চুয়ালী যোগদিয়ে বক্তব্য রাখেন। শিক্ষক ও সাংবাদিক মোঃ মোস্তফা কামালের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম. ফজলুল হক। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, হায়দরগঞ্জ তাহেরিয়া আর.এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল আজিজ মজুমদার, উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর উল্যাহ দুলাল হাওলাদার, দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন বেপারী, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামাল, রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বি.এস.সি প্রমুখ। অতিথিবৃন্দ আল-ফারাদী গার্লস মাদ্রাসাকে একটি আধুনিক, বিজ্ঞান মনষ্ক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠাতাদের প্রতি আহ্বান জানান। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।