শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র চলছে: নজরুল ইসলাম খান পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায় নাই : ডা. শফিকুর রহমান জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : তারেক রহমান ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের? আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ মুসল্লিদের প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য অশনিসংকেত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

এ সরকার গায়ের জোরের সরকার-ড. খন্দকার মোশাররফ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দাকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে কোন গণতন্ত্র নেই, এ সরকার গায়ের জোরের সরকার। ২০০৮ সালে ফখরুদ্দিন মঈনউদ্দিনের অবৈধ জরুরী সরকার, এদেরকে গায়ের জোরে ক্ষমতায় বসিয়ে গেছে। ২০১৪ সালে নির্বাচনে এ দেশের জনগণ বয়কট করেছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে ডাকাতি করেছে। এসব আপনারা জানেন। সে নির্বাচনে ব্যরিষ্টার মওদুদ আহমদ প্রার্থী হয়েছিলেন। সেই নির্বাচনের সময় মওদুদের মত লোক বাড়ি থেকে বের হতে পারেন নাই, তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, এদেশে গণতন্ত্র নেই শুধু আমরা বলতেছি না, সারা বিশ্ব জানান দিয়েছে যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় নেই। আমেরিকাতে ১৪১ গণতান্ত্রিক দেশের কনভেনশন হয়েছে। সেখানে বাংলাদেশকে দাওয়াত দেওয়া হয়নি, কারণ তারা মনে করে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নয়, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নেই। বাংলাদেশ পরিচালনা করছে হাইব্রিড সরকার। তিনি বলেন, গণতন্ত্র না থাকলে মানবিক মূল্যবোধ থাকে না, মৌলিক অধিকারসহ কিছুই থাকে না। এ অবৈধ সরকার টিকে থাকার জন্য গুম, খুন ও মিথ্যা মামলাসহ আমাদের নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও মওদুদ আহমদ থেকে শুরু করে এমন কোন সিনিয়র নেতা নেই ও তৃণমূল নেতা নেই যে তাদের বিরুদ্ধে মামলা নেই। সরকার ১লক্ষের উপরে মামলা দিয়েছে, আমাদের দলের ৩৭ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে। বিশ্বের কোন গণতান্ত্রিক দেশে এর উদাহরণ নাই। আজকে বিশ্বনেতারা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্গণের অভিযোগ তুলেছে। বাংলাদেশের আর্মি ও পুলিশের কর্মকর্তাদের উপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। এ সরকার বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় করণ করেছে, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। এ সরকার গায়ের জোরের সরকার। তিনি বুধবার দুপুর ১২টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে ব্যারিষ্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়্যারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারম্যান পার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, সাবেক এমপি হাসনা জসীম উদ্দিন মওদুদ, এনডিপির চেয়ারম্যান ক্বারী মোঃ আবু তাহের, কেন্দ্রীয় যুব দলের সহ-সভাপতি মোশারেফ হোসেন দীপ্তি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির পলাশ, চরফকিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো ঃ শাহজাহান, শওকত হোসেন সগির, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভার কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে এম আনোয়ার তোহা প্রমুখ। ড. মোশাররফ আরও বলেন, মওদুদ আহমদ রাজনীতিবিধ, আইনজীবী ও লেখক হিসেবে একজন সফল মানুষ ছিলেন। তাকে সরকার রাজনৈতিক প্রতিহিংসায় তার বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। মওদুদ আহমদকে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এ বয়সে অসুস্থ অবস্থায় প্রত্যেক সপ্তাহ তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। ড. মোশাররফ আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম জিয়া, তারেক রহমান ও আমার পক্ষ থেকে মরহুম মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। মওদুদ আহমদের সমাজকর্ম, জনসেবা, রাজনীতি ও আইন পেশায় যে পরিশ্রম করে গেছেন তার এসব কর্মকে আল্লাহ তায়ালা ইবাদত হিসেবে কবুল করে তাকে যেন বেহেস্তের সর্বোচ্চ জায়গায় স্থান দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com