শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

নেত্রকোনায় মুজিববর্ষ উপলক্ষে আজ চেতনার বাতিঘর উদ্বোধন

মোনায়েম খান নেত্রকোনা :
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল চেতনার বাতিঘর উদ্বোধন করা হবে। জানা গেছে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমীনের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম প্রধান অতিথি হিসেবে সকাল ৮টায় শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে চেতনার বাতিঘর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সদস্য (সচিব) শিল্প ও শক্তি বিভাগ পরিকল্পনা কমিশন এ কে এম ফজলুল হক, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ^াস, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা উজ্জল বিকাশ দত্ত, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা কে. এইচ মাসুদ সিদ্দিকী, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল চেতনার বাতিঘর স্থাপন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com