নেত্রকোনার দুর্গাপুরে সরকারি রাস্তার পাশ থেকে ৪টি সরকারি মেহগনি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর আলম সাজু’র বিরুদ্ধে। বুধবার দুপুরে দেবথৈল এলাকায় গিয়ে এমনটাই দেখা গেছে। এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর আলম সাজ’ুর বাড়ির সামনের রাস্তার পাশের সরকারি ৪টি মেহগনি গাছ কাটা হচ্ছে। সংবাদকর্মীরা ঘটনাস্থলে থাকাবস্থায় বন বিভাগের লোকজন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর লোকজন উপস্থিত হয়ে কাটা গাছগুলি জব্দ করে পুলিশের হেফাজতে রাখেন। গাছ কাটা শ্রমিকদের কাছে এ নিয়ে জানতে চাইলে, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু‘র নির্দেশে গাছগুলো কেটেছেন বলে জানান তারা। এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু বলেন, রাস্তার পাশে থাকা গাছগুলি আমার বাবা রোপণ করেছিলেন, এজন্যই গাছগুলো আমি কেটেছি। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম বলেন, সরকারি রাস্তায় ব্যক্তি মালিকানার কোন গাছ থাকতে পারে না। কাটাগাছ গুলো আপতত: পুলিশের হাওলায় রাখা হয়েছে, পরবর্তিতে এগুলো বিধি মোতাবেক নিলামে বিক্রি করা হবে।