চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে কাঠ বোঝাই চাঁদের গাড়ি ও মাটি বোঝাই ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ মার্চ) গভীররাতে উপজেলার নাঙ্গলমোড়া ও চারিয়া বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জমির উপরিভাগ মাটি কাটার দায়ে নাঙ্গলমোড়া এলাকা থেকে ২টি ট্রাক ও পাহাড়ে গাছ কেটে পাচার করার সময় কাট বোঝাই ১টি চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক দুইটির মালিককে এক লক্ষ টাকা ও চাঁদের গাড়ির মালিককে ১০ হাজার জরিমানা করা হয়। জানাযায়, জমির মালিকের ইচ্ছার বিরুদ্ধে জমির উপরিভাগ মাটি কেটে পাচার করছে প্রভাবশালীরা, ফলে ওই সমস্ত জমিতে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটছে। অন্যদিকে এক গ্রুপ দাপট দেখিয়ে দিবারাত্রি পাহাড়ের গাছ কেটে অন্য গ্রুপকে দিচ্ছে স্বল্পমূল্যে। প্রথম গ্রুপের সাথে দ্বিতীয় গ্রুপের চুক্তি থাকে গাছের গাড়ি সড়কে উঠার সাথে সাথে হস্থান্তর করা হবে। আর বিনিময়ে দেওয়া হবে অর্ধ মূল্য। অভিযানের বিষয়ে ইউএনও শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে কৃষি জমির ও পাহাড়ী মাটি কাটা এবং বহনের অভিযোগে দুটি ট্রাকের মালিক ফারুকও আবদুল মোমিনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে অবৈধ বনজ কাঠ পরিবহনের দায়ে চাঁদের গাড়ির মালিক মুছাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু চক্রের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।