২২ মার্চ মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে কর্ম সহায়ক (পিকেএসএফ) এর অর্থায়নে গাওসুল আযম বি.এন.এস.পি আই হস্পিটাল এর সহযোগিতায় বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়ন ও ১২নং রাজারামপুর ইউনিয়নের ৪০জন অসহায় চক্ষু রোগীদের বিনা মূল্যে চোখের ছানী অপারেশন ক্যাম্প শেষে গাওসুল আযম বি.এন.এস.পি আই হস্পিটাল এর নতুন বিল্ডিং মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক চৌধূরী মোসাদ্দেকুল ইজদানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জনাব আলী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ সাদেক ও হাসপাতালের সিনিয়র আউটরিচ অর্গানাইজার মোঃ হামিদুল ইসলাম। সার্বিক তত্ত্বাধায়নে ছিলেন ১২নং রাজারামপুর ইউনিয়নের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ রেজাউল করিম রেজা এবং ২নং ফরক্কাবাদ ইউনিয়নের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহফুজা নাজনীন। প্রধান অতিথি সিভিল সার্জন এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেন, শরীরের প্রতিটি অঙ্গের মধ্যে চোখ হচ্ছে একজন মানুষের অমূল্যে সম্পদ। অবহেলা না করে প্রতিটি মানুষকে চোখের পরিচর্চা করা উচিত। যার চোখের আলো নাই তার কাছে এই সুন্দর পৃথিবী অন্ধকার। পল্লীশ্রী ইউনিয়ন পর্যায় অসহায় রোগীদের বিনা মূল্যে দীর্ঘদিন ধরে যে চিকিৎসা সেবা দিয়ে আসছে তা সত্যিই প্রশংসনীয় একটি পদক্ষেপ। সভাপতির বক্তব্যে পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম বলেন, পি.কে.এস.এফ’র অর্থায়নে পল্লীশ্রী বিভিন্ন রোগের রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে এবং আগামীতেও করবে।