শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র চলছে: নজরুল ইসলাম খান পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায় নাই : ডা. শফিকুর রহমান জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : তারেক রহমান ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের? আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ মুসল্লিদের প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য অশনিসংকেত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ত্রিশালে জন্ম নিবন্ধনে জটিলতা নিরসনে দ্রুত সমাধানের উদ্যোগ প্রশাসনের

ফয়জুর রহমান ফরহাদ ত্রিশাল (ময়মনসিংহ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

একাধিক জন্ম নিবন্ধন, প্ররয়াজনেই ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন তৈরী, বয়স কমিয়ে বাড়িয়ে জন্ম নিবন্ধন তৈরী করার কারনে দেশে বর্তমান জনসংখ্যার চেয়ে প্রায় দেড়গুন জনসংখ্যা জন্ম নিবন্ধন সার্ভারে। আর এ জটিলতা নিরসনে জন্য ২০২১ সালের শেষের দিকে ইউনিয়ন পরিষদের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাদর দায়িত্ব দেয় সরকার। জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে নানা জটিলতায় হয়রানির শিকার হন সেবাগ্রহীতারা। মুজিব বর্ষ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে মুক্তির উৎসব ও সুবর্ন জয়ন্তী মেলা উপলক্ষ্যে ১ ঘন্টায় জন্ম নিবন্ধন সংশোধনের উদ্যোগ গ্রহন করেছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা প্রশাসন। এতে গ্রহক হয়রানি লাগবের পাশাপাশি সেবা পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চল থেকে ঘুরতে আসা দর্শনার্থীসহ সেবাগ্রহীতারা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৭ দিনব্যাপী মেলায় উপজেলা প্রশাসনের স্টলে আগামী বুধবার পর্যন্ত এ সুযোগ পাবে সেবাগ্রহীতারা। জানাযায়, সরকার জন্ম নিবন্ধন করা, সংশোধন,সংযোজনের দায়িত্ব দিয়েছিল ইউনিয়ন পরিষকে। নিজের প্রয়োজনে একাধিক জন্ম নিবন্ধন তৈরী, প্রয়োজনে বয়স কমিয়ে বাড়িয়ে নতুন জন্মনিবন্ধন, বাল্য বিয়ের জন্য সাময়িক জন্মনিবন্ধন তৈরী করার কারনে জনসংখ্যার চেয়ে বেশী জন্মনিবন্ধনধারী দেখা যায় সার্ভারে। এই জটিলতা নিরসনে সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেয় সংশোধনের জন্য। কিন্তু প্রয়োজনীয় প্রমানাধি ও একাধিক জন্ম নিবন্ধন সার্ভারে থাকায় শুনানি সাপেক্ষে সংশোধন করতে গিয়ে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় সেবা গ্রহীতাদের। এ হয়রানি বন্ধ করতে ত্রিশাল উপজেলা প্রশাসন মুক্তির উৎসব ও সুবর্ন জয়ন্তী মেলা উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রমানাধি উপস্থাপন সাপেক্ষে জন্ম নিবন্ধন সংশোধন করে দিচ্ছে তাৎক্ষনিক। এতে একদিকে যেমন গ্রহক হয়রানি বন্ধ হচ্ছে অন্য দিয়ে ভুয়া জন্ম নিবন্ধন বাতিল হচ্ছে সহজে। উপজেলা প্রশাসন সুত্রে জানাযায় গত ছয় মাসে ত্রিশাল উপজেলায় প্রায় ৫ হাজার সংশোধনীর আবেদন জমা হয়। প্রয়োজনীয় প্রমানাধি উপস্থাপন না করা, বয়সের সার্টিফিকেট উপস্থাপন না করা, শুনানিতে অংশগ্রহন করার জন্য পরিবারের সদস্যরা উপস্থিত না হওয়ায় ভুগান্তিতে পরতে হয় সেবা গ্রহিতাদের। তাছাড়া সার্ভার সমস্যার কারনেও সেবা দেয়া যায়না স্বাভাবিকভাবে। কিন্তু মেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের ষ্টলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ষ্টলে উপস্থিত থেকে প্রমানাধি সাপেক্ষে তাৎক্ষনিক সংশোধন করে দিচ্ছেন জন্ম নিবন্ধন। শফিকুল ইসলাম নামে এক সেবাগ্রহীতা েেবলন আগে জন্ম নিবন্ধন সংশোধনে সেবাগ্রহীতাদের দীর্ঘ ভোগান্তি পোহাতে হতো। জন্ম নিবন্ধন করতে দিনের পর দিন এমনকি মাসও লেগে যেতো বলে ভুক্তভোগী জানায়। এভাবে জন্ম নিবন্ধন সহজ হওয়ায় এখন আমরা অল্প সময়েই নিবন্ধন করতে পারবো। এই বিশেষ উদ্যোগের জন্য ধন্যবাদ জানায় উপজেলা প্রশাসনকে। উপজেলার আইসিটি টেকনিশিয়ান মোজাম্মেল হক বলেন, এটি উপজেলা প্রশাসনের একটি ইনোভেশন। সেবার মানটা আরও ভালো দেওয়া সম্ভব যদি সারাক্ষণ সার্ভার সচল থাকে। এ বিষয়ে মাইকিং করে জনগণকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। গত এক সপ্তাহে মেলায় আমরা সহস্রাধিক সেবাগ্রহীতাকে সেবা দিতে পেরেছি। জন্ম নিবন্ধনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক ব্যাক্তি তার নিজস্ব প্রয়োজনে একাধিক জন্ম নিবন্ধন করেছে এখঅন থেকে একটি ঠিক রাখা। তাছাড়া প্রয়োজনে বয়স বাড়ানো কমানো নিবন্ধনগুলোতে জটিলতা বেশী। যে সকল পিতা মাতার জন্ম নিবন্ধন অনলাইনে নেই সেক্ষেত্রে সন্তানের জন্মনিবন্ধন সংশোধন করা কঠিন। মেলা উপলক্ষ্যে এ সংশোধনীগুলো প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সাপেক্ষে আমরা সংশোধন করেছি। এ বিষয়ে ইউএনও মো. আক্তারুজ্জামান বলেন, মুক্তির উৎসব ও সুবর্ন জয়ন্তী মেলা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য এই মহতি উদ্যোগ বাস্তবয়ায়নের চেষ্টা করছি। জন্ম নিবন্ধন সংশোধনের জন্য সংশোধিত বিষয়ের উপর কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তা লিপিবদ্ধ করে স্টলের সামনে টানিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com