বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

পল্টনে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

বামজোটের হরতাল পালিত

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা আধাবেলা হরতালে পল্টন মোড়ে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় হরতাল সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। হরতাল সমর্থকরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে পুলিশের চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন।
সোমবার (২৮ মার্চ) দুপুরে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১১টার দিকে পল্টনে হরতাল সমর্থকেরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান নিক্ষেপ করে। ওসি আরও বলেন, এখন পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলার হরতাল পালিত হয়েছে। দেশজুড়ে চলা এই হরতালের শুরুতে রাজধানীতে এখন এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও বড় সহিংসতার খবর পাওয়া যায়নি। রাজধানীর শাহবাগ মোড়ে দিনের শুরুতে গাড়ি চলাচল স্বাভাবিক দেখা যায়। গতকাল সোমবার (২৮ মার্চ) সকাল ৬ টা থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই হরতাল পালন শুরু করে বাম দলগুলো। সরেজমিনে পল্টন এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৬টার দিকে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড়ে মিছিল বের করেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থান নেয়। এছাড়া পল্টন মোড়ে ব্যারিকেড় দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় হরতাল সমর্থকেরা। গাড়ি না পেয়ে অনেককেই হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা যায়। বাম জোটের হরতালকে কেন্দ্র করে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন।
পল্টন মোড়ে অবস্থা নিয়ে বিক্ষোভ থেকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ রাস্তায় নেমে এসেছে’। এই হরতালে কোনও ধরণের উস্কানি না দেওয়ার আহ্বান জানান তিনি। সকাল ৬টা ৪০মিনিটে টিএসসি থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্র ইউনিয়নের কর্মীরা। শাহবাগ মোড়ে পৌঁছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নিয়ে শ্লোগান দিতে শুরু করে।
প্রগতিশীল ছাত্রজোট মিছিল নিয়ে শাহবাগ হয়ে কাঁটাবন ঘুরে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এখন পর্যন্ত কোনো ধরনের পিকেটিং বা সহিংসতা লক্ষ্য করা যায়নি। এসময় আইন শৃঙ্খলা বাহিনীকে রাস্তা পাশে অবস্থান নিতে দেখা যায়। এখন পর্যন্ত তারা কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়ি শাহবাগ মোড়ে পৌঁছালে ছাত্র নেতৃবৃন্দ গাড়ি আটকে দিয়ে সামনে বসে পড়েন। পরে গাড়িটি রুট পরিবর্তন করে অন্য দিক দিয়ে চলে যায়। সোয়া ৭টার দিকে মোড়ে আগুন জ্বালায় হরতালের সমর্থকরা। হরতালের সমর্থনে বাম ছাত্র সংগঠনের নেতারা সিটি কলেজ-গুলিস্তান ও সদরঘাট-সিটি কলেজ সড়ক বন্ধ করে দিয়েছে। তবে প্বার্শ রাস্তা দিয়ে গাড়ি চলাচল অব্যাহত থাকে। তবে সকাল সাড়ে ৭টার দিকে সিটি কলেজ-গুলিস্তান রুটের প্বার্শ রাস্তাও বন্ধ করে দিলে ওই রুটে যানজট সৃষ্টি হয়। এদিকে, সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে হরতাল সমর্থকদের কারোর অবস্থান লক্ষ্য করা যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com