‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যের আলোকে সরকারের স্বাস্থ্য বিভাগের পাশাপাশি উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন এরিয়া প্রোগ্রাম (এপি)এর উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা। মুখ্য আলোচক ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। ৭ এপ্রিল জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এফপিসি সমন্বয়কারী বিশ্বজিৎ কুমার সাহা, উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। সভায় এপির আওতায় কর্মরত কর্মী , স্বেচ্ছাসেবক, গ্রাম ও নগর উন্নয়ন কমিটির সদস্যসহ শতাধীক প্রতিনিধি অংশ নেন।আলোচনা সভার পূর্বে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত শোভাযাত্রায় উন্নয়ন সংঘের এপি, হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের কর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে দিবসের প্রতিপাদ্য ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও চরম স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়েছে। কোভিড-১৯ থেকে শুরু করে হৃদরোগ, হাঁপানী, ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপসহ মারাত্মক ধরনের রোগব্যধির আগ্রাসনে গোটা মানবজাতি হুমকীর মুখে। বক্তারা শঙ্কার সাথে বলে অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির স্তর অনেক নীচে নেমে গেছে। বর্তমানে জামালপুরের অধিকাংশ নলকূপে পানি উঠছে না। জলাশয়গুলো ভরাট করে ফেলায় অবাধ প্রবাহের পানিরও সঙ্কট ক্রমশই বাড়ছে। এছাড়া নির্বিচারে বৃক্ষনিধন, আবর্জনার অব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি মেনে না চলার প্রবনতা বৃদ্ধির ফলে নানা ধরনের রোগের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নাই। অপরদিকে পরিবেশগত দূষণের ফলে মরনব্যধি নানা রোগের হাত থেকে মানবজাতিকে রক্ষা এবং নিরাপদ ও সুরক্ষিত রাখার প্রত্যয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এবং কল্যাণকর একটি সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে এবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। ৭ এপ্রিল ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুর স্বাস্থ্য বিভাগ আয়োজন করে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও হেলথ ক্যাম্প। সকাল ১০টায় জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা শহর পদক্ষিণ করে সিভিল সার্জন কার্যলয়ের বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচন সভা। এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈয়দ আহম্মদ সাফি। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর ২৫০ শস্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, বক্ষব্যধি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা, জ্যেষ্ঠ স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম, কনিষ্ঠ স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মাসুদ রানা, ব্র্যাক জেলা সমন্বয়কারী মনির হোসেন খান, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, এফপিএবির জেলা কর্মকর্তা পঙ্কজ চাকমা, বন্ধু সোসাল ওয়েল ফেয়ারের জেলা ব্যবস্থাপক বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দুই শতাধীক প্রতিনিধি অংশ নেন। আলোচনা সভা শেষে জামালপুর মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় হেলথ ক্যম্প। এতে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপের পরিমাপ. রক্তের সুগার পরীক্ষা, ওজন নিরুপন, লিফল্যাট বিতরণ করা হয়।