বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে হত দরিদ্র পরিবারকে নতুন ঘর উপহার দিলেন বাংলাদেশ পুলিশ। (১০ এপ্রিল) রবিবার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগে ও দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা পুলিশের বাস্তবায়নে উপজেলা ১ নং বুলাকিপুর ইউপির কূলানন্দপুর গ্রামে নতুন এ ঘরের চাবি রেজিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হয়। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির সভাপতিত্বে ও থানার এস আই দুলু মিয়ার এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে আবেগাপুত রেজিয়া খাতুন বলেন, আমার স্বামী অনেক দিন আগে মারা গেছে,এক ছেলে এক মেয়ে তাদের বিয়ে হয়ছে। আমি মানুষের বাসায় কাজ করি খুব কষ্টে জীবনযাপন করছি। তবে পেটের কষ্টের চেয়ে ঘরের কষ্ট ছিল অনেক বড় কারণ ঝড়বৃষ্টিতে পরিবার নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছিল। কিন্তু পুলিশ আমাদের জন্য যা করল সেটি কোনদিন ভোলার নয়। মহান আল্লাহতায়ালা তাদের মঙ্গল করুন। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্যারের নির্দেশে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় হতদরিদ্র অসহায় মানুষের জন্য একটি করে নতুন ঘরের তালিকায় ঘোড়াঘাট থেকে নাম পাঠানো হয়। নতুন ঘরে দুটি রুম, একটি বাথরুম ও একটি টিউবওয়েল সহ অন্যান্য সুবিধা থাকবে।