শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

বাংলাদেশি শিশুদের জন্য দিনে সাত কিলোমিটার হাঁটছে হান্নাহ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

বাংলাদেশের পথশিশুদের সহায়তায় প্রতিদিন সাত থেকে আট কিলোমিটার হাঁটছে ১০ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি শিশু হান্নাহ মিয়া। হান্নাহ তার মরহুম দাদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওল্ডহাম থেকে সুদূর লিংকশায়ারে তার নানার কবরস্থান পর্যন্ত হেটে পৌঁছানোর সিদ্বান্ত নিয়েছে। আর এ থেকে আয়ের অর্থ খরচ হবে বাংলাদেশের পথশিশুদের জন্য। গত বছর হান্নাহ ১৫ হাজার ৬২০ পাউন্ড (যা বাংলাদেশি টাকায় ১৮ লাখের বেশি) পায়ে হেঁটে একটি মুসলিম চ্যারিটি তহবিলে দান করেন, যে অর্থ বাংলাদেশি পথ শিশুদের জন্য দুটি আশ্রয়কেন্দ্র নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন হান্নাহ মিয়ার বাবা জুয়েল মিয়া।
এ প্রসঙ্গে হান্নার বাবা ৪৫ বছর বয়সী জুয়েল মিয়া সাংবাদিকদের বলেন, রোজার পরে আগামী মাসে হান্নাহসহ তারা ওয়েলসের মাউন্ট স্লোডেন পর্বতে আরোহণ করবেন। গত মাসেই হান্নাহকে ইয়াং এচিভারস সম্মাননায় ভূষিত করেছে একটি মুসলিম সেচ্ছাসেবী সংস্থা।
তার বাবা সাংবাদিকদের আরও বলেন, বাংলাদেশের পথ শিশুদের নিয়ে একটি প্রামাণ্য চিত্র দেখে হান্নাহ তাদের জন্য কিছু করতে চেয়েছিল। হান্নাহর নানা, আমার শ্বশুর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন পরিচিত মুখ ছিলেন। গত জুলাইয়ে তিনি মারা যান। মৃত্যুর আগে মানবসেবায় তিনি তার নাতনীকে উৎসাহ দেন।
তিন সন্তানের জনক জুয়েল মিয়া আরও বলেন, গত বছর আমার দ্বিতীয় কন্যা মিষ্টি বিক্রি করে ৬০০ পাউন্ড সংগ্রহ করে। অর্থের পুরোটাই হান্নাহর সমাজসেবার তহবিলে তুলে দেয়। আমার পুরো পরিবার আত্মীয় স্বজন সবাই হান্নাহকে উৎসাহিত করছি। ওল্ডহামের বাসিন্দা মৌলভীবাজারে সাধুহাটির মো. জামাল হোসেন শনিবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বলেন, দশ বছরের শিশু হান্নাহর এ উদ্যোগ নিঃসন্দেহে আমার দুই কন্যাকেও অনুপ্রাণিত করবে। তবে যে সেবামূলক সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বাংলাদেশে টাকা খরচ করা হবে, সেটি যেনও প্রকৃত সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় খরচ হলে হান্নাহর কষ্ট স্বার্থক হবে মনে করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com