শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম ::

মোবাইল বিস্ফোরণের কারণ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

আমরা প্রায়ই মোবাইল বিস্ফোরণের খবর শুনে থাকি। দিন দিন এ দুর্ঘটনার হার বৃদ্ধি পাচ্ছে, একই সাথে বৃদ্ধি পাচ্ছে হতাহতের খবর। তাই এ ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরি। মোবাইল বিস্ফোরণের বেশ কয়েকটি কারণ রয়েছে। চলুন জেনে নেয়া যাক সেসব কারণসমূহ – মোবাইলের ব্যাটারি বিস্ফোরণের প্রথম কারণ হলো ফোনের আসল চার্জার ব্যবহার না করা। মূলত খরচ কমাতে আমরা সস্তার চার্জার ব্যবহার করি যা ফোনের জন্য ক্ষতিকর। তাই চার্জার কেনার সময় অবশ্যই কোম্পানির চার্জার কিনুন। এতে আপনার মোবাইল অনেকদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে। আমরা অনেকেই সারারাত ফোন চার্জে বসিয়ে রাখি। যা একেবারই উচিত নয়। ব্যাটারি নষ্টের আরেকটি কারণ অতিরিক্ত চার্জ দেয়া। এতে মোবাইল বিস্ফোরণ হতে পারে। ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে গেলেই তা চার্জার থেকে খুলে রাখা বাধ্যতামূলক। তরল পদার্থ থেকে ফোনের ব্যটারির ক্ষতি হতে পারে। তাই ফোনে কোনোভাবে পানি বা কোনো তরল পদার্থ ঢুকে গেলে যত দ্রুত সম্ভব সার্ভিস সেন্টারে নিন।
হাত থেকে ফোন পড়ে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। মাঝে মধ্যেই এটি ঘটে। তবে পড়ে গিয়ে ভেঙে চুরচুর হয়ে যাওয়া স্ক্রিনও দীর্ঘদিন ব্যবহার করেন অনেকে। এই ভুল কখনোই করবেন না। ফোনের ব্যাটারি খারাপ হওয়ার আরেকটি কারণ হল অনুমোদিত সার্ভিস সেন্টারে ফোনের কাজ না করানো। অনেকেই কম খরচে সার্ভিসিং করান। এতে মোবাইলের ভালোর চেয়ে খারাপই বেশি হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com