বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

কাউন্টিতে ৮৯ বছর পর ইতিহাস গড়লেন মাসুদ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

ইংল্যান্ডের ঘরোয়া আসর কাউন্টি চ্যাম্পিয়নশিপের পরপর ডাবল-সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন পাকিস্তানের শান মাসুদ। ৮৯ বছর পর এশিয়ার দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ডাবল-সেঞ্চুরির নজির গড়লেন তিনি। চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে গত সপ্তাহে সাসেক্সের বিপক্ষে ২৩৯ রানের ইনিংস খেলেছিলেন ডার্বিশায়ারের হয়ে খেলতে নামা মাসুদ। আর গত শনিবার লিচেষ্টাশায়ারের বিপক্ষে ২১৯ রান করেন মাসুদ। ডার্বিশায়ারের ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় পরপর দুই ইনিংসে ডাবল-সেঞ্চুরি করেননি। ডার্বিশায়ারের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে পরপর দুই ইনিংসে ডাবল-সেঞ্চুরিতে রেকর্ড গড়েন মাসুদ।
সর্বশেষ ১৯৩৩ সালে উরস্টারশায়ারের হয়ে পরপর দুই ম্যাচে যথাক্রমে ২৩১ ও ২২৪ রানের ইনিংস খেলেছিলেন ভারতের নবাব ইফতিখার আলি পতৌদি। সব মিলিয়ে পাকিস্তানের মাত্র দ্বিতীয় ও বিশ্বের ৬৫তম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন মাসুদ। মাসুদের আগে প্রথম পাকিস্তানি হিসেবে পরপর দুই ম্যাচে ডাবল-সেঞ্চুরি করেছিলেন আরশাদ পারভেজ। ১৯৭৮ সালের বিসিসিপি প্যাট্রনস ট্রফিতে বেলুচিস্তানের বিপক্ষে ২৪৩ ও এমসিবির বিপক্ষে ২৩৬ রানের ইনিংস খেলেছেন পারভেজ। লিচেষ্টাশায়ারের বিপক্ষে ২১৯ রানের ইনিংস খেলার পর রেকর্ড বইয়ে নাম তুলে মাসুদ বলেন, ‘আমাদেরকে যদি ভালো করতে হয়, তাহলে অবশ্যই বড় সেঞ্চুরি করতে হবে। টানা দু’টি ডাবল সেঞ্চুরি করা অবশ্যই আমার জন্য আনন্দের। এটা এমন কিছু, যা নিয়ে আমরা সবসময় আশা করি, কথা বলি।’ সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে মাসুদকে নেয়নি পাকিস্তান। তবে কাউন্টিতে মাসুদ বুঝিয়ে দিলেন, ফর্মের তুঙে আছেন। এখনপর্যন্ত চার ইনিংসে ৬১১ রান করেছেন তিনি। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com