ইংল্যান্ডে ফুটবল নিয়ে যারা লেখেন, তাদের সংগঠন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ)। এই লেখকদের ভোটে ২০২১-২২ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুল সুপারস্টার মোহামেদ সালাহ।
মিশরীয় আইকন তার ক্যারিয়ারে দ্বিতীয়বার এফডব্লিউএ ভোটে শীর্ষস্থানে থাকলেন। এর আগে রোমা থেকে এসে প্রথম মৌসুমেই (২০১৭-১৮) এই স্বীকৃতি পান ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। ওইবার লিগে ৩২টিসহ সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন সালাহ, যা কোনো ফুটবলারের অভিষেক মৌসুমে রেকর্ড। এই মৌসুমে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচ খেলে ২২ গোল তার এবং অ্যাসিস্ট ১৩টি। সালাহর নৈপুণ্যে লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে লিভারপুল, বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির চেয়ে এক পয়েন্ট পেছনে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অলরেডদের জার্সিতে এই মৌসুমে ৪৪ ম্যাচে ৩০ গোল তার। এরই মধ্যে লিভারপুল জিতেছে লিগ কাপ। এছাড়া এফএ কাপের ফাইনালেও তারা, আর চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও এক পা দিয়ে রেখেছে। লিভারপুলের ফরোয়ার্ড ৪৮ শতাংশ ভোট পেয়ে সেরা হয়েছেন। ম্যানসিটির কেভিন ডি ব্রুইনা ও ওয়েস্ট হ্যামের ডেকলান রাইসকে পেছনে ফেলেছেন ক্লাবের ইতিহাসে দ্রুততম একশ লিগ গোলের মালিক।