কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ’মি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, কালীগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভিন। সভাতে বর্তমানে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বক্তাগন বলেন, কিছু এলাকায় নতুন করে অপরাধ চক্রের সদস্যরা মাথা চাড়া দিয়ে উঠছে। পাশাপাশি শহরে মটরসাইকেল চুরির প্রবনতাও দেখা দিয়েছে। এসব প্রতিরোধে বক্তাগন কালীগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আহব্বান জানান। এছাড়াও সভাতে অপমৃত্যু ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সামাজিকভাবে কাজ করার কথা বলা হয়। সভাতে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, সাংবাদিক জামির হোসেন, এম ইউ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত নন্দী, সরকারী ভূষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, ইউ পি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, মহিবুল ইসলাম মন্টু, আলী হোসেন অপু, নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ (বারবাজার), রাজু আহম্মেদ রনি লস্কর, আবুল কালাম আজাদ (কোলা) ও নজরুল ইসলাম রিতু। এছাড়াও সভাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।