গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলা আ’লীগ কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ. এম. আবু বকর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় বক্তব্য রাখেন- জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফি মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌরসভার মেয়র এস.এম. রবিন হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি এস.এম. আলমগীর হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মবিন খান উজ্জ্বল, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির নেওয়াজ আরজু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লাহ্ প্রমুখ।