সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছাতা, শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, করোনা সুরক্ষা সামগ্রী ও স্কুল বেঞ্চ বিতরণ করা হয়েছে। ১৪ মে শনিবার সকালে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম মনজুরুল হক। ইউপি সদস্য রাসেল মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মাহফুজ আলম মিয়াজী, আর এম হাট কে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিয়ত উল্যাহ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল রহমান সোহাগ, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।