বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

চৌদ্দগ্রামে ক্যান্সারে আক্রান্ত অর্ণবের চিকিৎসায় অর্থ প্রয়োজন, বিত্তবানদের সহযোগিতা কামনা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

সদা হাস্যোজ্জ্বল অর্ণব মজুমদার। বয়স ৯ বছর ৮ মাস। ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের ব্যাঙ্গালুর নারায়ন মজুমদার স মেডিকেল সেন্টারে ডাঃ শোভা ভট্টাচার্যের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। অর্ণব চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামের চন্দন মজুমদারের পুত্র। তার চিকিৎসায় ২৫-৩০ লক্ষ টাকা প্রয়োজন। জানা গেছে, ২০১৮ সালে গলার বাম পাশে টনসেল ধরা পড়ে। ঢাকার গ্রীণ লাইফ হসপিটালে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারে টনসেল থেকে ক্যান্সারের জীবানু ছড়ায়। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ওই হসপিটালে চিকিৎসা করানো হয়। কিন্তু তার পিতা চন্দন মজুমদারের সামান্য আয় দিয়ে পরিবারের ভরণ-পোষণ শেষে চিকিৎসা ব্যয় মিটানো সম্ভব হচ্ছে না। তাই অর্ণব মজুমদারের চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন পরিবার।
সাহায্য পাঠানো যাবে-০১৮১৯৮০১১৯৫(বিকাশ)
এছাড়া হিসাব নং-২০৫০২৩৭০২০২৮২৩৪০০
চন্দন মজুমদার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ চৌদ্দগ্রাম শাখা, কুমিল্লা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com