বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
কিশোরগঞ্জে ভাসমান সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ কালিয়ায় কন্যা শিশু দিবস পালিত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন তারাকান্দায় ১০ গ্রেডে উন্নীতের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি কালীগঞ্জে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষকদের মানববন্ধন : মিশ্র প্রতিক্রিয়া ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন সম্পাদক পাভেল কালের বিবর্তনে বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কাচারি ঘর মানিকগঞ্জে সাড়ে ৪লাখ ছাগলের বিনামূল্যে টিকাদান কর্মসূচী শুরু আন্দোলনে নিহত নয়নকে বীরের মর্যাদা দেয়া হবে-দুলু

বাগেরহাট-পিরোজপুর জেলার সীমানা বিরোধে দুই এলাকার মধ্যে চরম উত্তেজনা, বাড়ী ঘর জালিয়ে দেওয়ার হুমকী: অতিরিক্ত পুলিশ মোতায়েন

মোল্লা আব্দুর রব বাগেরহাট :
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

বাগেরহাট ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী কালীগঞ্জ বাজার সংলগ্ন চরবানিয়ারি ও উমাজুড়ি এলাকার সীমানা নির্ধারণ নিয়ে দুই এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।বুধবার (০৮ জুন) সকালে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের লোকজনের দখলের হুমকী প্রতিরোধ করতে সন্তোষপুরের লোকেরা প্রতিরোধ ব্যব¯’া গড়ে তোলে।চিতলমারী উপজেলার সন্তোষপুর ও নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের কয়েকশ লোক সীমানার দুই পাশে অব¯’ান নেয়।দুই পক্ষের সংঘর্ষ এড়াতে সীমানার দুই পাশে নাজিরপুর ও চিতলমারী থানা পুলিশের দুটি দল অব¯’ান করছে।
সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি এলাকার লোকজনের অভিযোগ,দীর্ঘ ৩০-৩৫ বছর বলেশ্বর নদীর পাড়ে উমাজুড়ি ও চরবানিয়ারি মৌজায় আমরা বসবাস করে আসছেন তারা।কিš’ দুই জেলার সীমানা জটিলতার অজুহাতে নাজিরপুর উপজেলার কিছু প্রভাবশালী লোক উমাজুরি ও চরবানিয়ারি এলাকার শতাধিক পরিবারকে উ”েছদের পায়তারা করে আসছে।মাটিভাঙ্গা এলাকার লোকদের হুমকীতে কিছুদিন ধরে নির্ঘুম রাত কাটা”েছ উমাজুড়ি ও চরবানিয়ারি এলাকার লোকজন। সন্তোষপুর ইউনিয়নের ৭ নং (উমাজুড়ি) ওয়ার্ডের সদস্য আবু বকর শেখ বলেন,চিতলমারী উপজেলার কালিগঞ্জ বি”জের উত্তরপারে চরবানিয়ারি ও উমাজুড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলার শতাধিক পরিবার বসবাস করে আসছে।কিš’ সীমানা নিয়ে নাজিরপুর এলাকার লোকদের সাথে একটি বিরোধ রয়েছে।এরজন্য তারা বারবার আমাদের উপর হামলা করে।১৯৯৫ সালে একশ ঘর পুড়িয়ে দিয়েছে তারা।পরবর্তীতে কয়েকবার আমাদের লোকজনের উপর হামলা করেছে তারা।এসব বিরোধ নিরসনে কয়েকবার দুই জেলা ও উপজেলার উর্দ্ধোতন কর্মকর্তাদের সমন্বয়ে মেপে সীমানা নির্ধারণ করা হয়েছে।সবার সম্মতিতে চরবানিয়ারি মৌজায় মুজিবর রহমান শামীমের ইটভাটার মাজখানে সীমানা পিলার দেওয়া হয়েছিল।সেই অনুযায়ী সবাই যেযার সীমানায় ভোগ দখল করে আসছিল।কিš’ জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের একটি আদেশের প্রেক্ষিতে ০১ জুন একটি সার্ভেটিম ঘটনা¯’ল পরিদর্শণ করে।নাজিরপুর এলাকার প্রভাবশালীদের হস্তক্ষেপে জমি পরিমাপ করে চিতলমারী উপজেলাধীন ১৭ নং উমাজুড়ি মৌজার মাঝে সীমানা পিলার ¯’াপন করে যায়।যা অত্যন্ত অন্যায়।জরিপ টিম যে সীমানা পিলার ¯’াপন করেছেন,তাতে উমাজুড়ি এলাকার অন্তত ৭০টি পরিবার নাজিরপুর এলাকার মধ্যে পড়েছে। এই সীমানা পিলার ¯’াপনের পর থেকে নাজিরপুর এলাকার বাবুল ও কেরামতসহ বেশকিছু প্রভাবশালী ব্যক্তি ওই ৭০টি পরিবারকে উ”েছদের হুমকী দি”েছ।রাতে এসে ঘর-বাড়িতে হামলাও করছে নাজিরপুরের লোকজন।আসলে সীমানা বিরোধ থাকলে এটার সমাধান রয়েছে।এভাবে ঘরে আগুন দেওয়া,হামলা ভয়ভীতি কোন সমাধান হতে পারে না।আমরা চাই দুই জেলার উর্দ্ধোতন কর্মকর্তারা বসে সীমানা নির্ধারণ করে দিক।তাতে এলাকার লোকজন শান্তিতে বসবাস করতে পারবে। স্থানীয় রহমত বাওয়ালী বলেন,নাজিরপুর এলাকার লোকজন আগে একবার আমাদের এলাকার একশ ঘর পুড়িয়ে দিয়েছে।বছর দুয়েক আগে চারটি ঘর পুড়িয়ে দিয়েছে তারা।আমরা ৩০ থেকে ৩৫ বছর এখানে বসবাস করে আসছি।এই ¯’ানের জমির রেকর্ডসহ সকল কাগজপত্র আমাদের নামে।তারপরেও নাজিরপুর এলাকার লোকজন এসে আমাদের উপর অত্যাচার করে।আমরা কোথায় যাব। ফিরোজা বেগম নামের এক নারী বলেন,কয়েকদিন ধরে নাজিরপুর এলাকার বাবুল ও কেরামতের নেতৃত্বে কিছু লোক উমাজুড়ি এসে রাতের আধারে ঘরবাড়ির উপর ঢিল ছুড়ছে।ঘর পুড়িয়ে দেওয়ার হুমকী দি”েছ।এলাকা ছেড়ে না গেলে মেরে ফেলারও হুমকী দি”েছ তারা।আমরা শান্তিতে বসবাস করতে চাই।এধরণের হানাহানি আমরা চাই না।এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই নারী। শুধু এই তিনজন নয়,¯’ানীয় রাজ্জাক মেম্বর,আব্দুল মালেক,মোশারেফ গাজী,বিমল রায়,উষা রানী রায়,রুপিয়া বেগম,কামারুন আক্তার,মজিবুর রহমান মোল্লাসহ সন্তোষপুর ইউনিয়নের শতশত মানুষের বক্তব্য একই। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন,সীমানা বিরোধ নিয়ে বাগেরহাট জেলা প্রশাসকের সাথে কথা বলেছি।দ্রুত সমাধানের চেষ্টা করছি।উভয় উপজেলার লোকদের শান্ত থাকতে অনুরোধ করা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন,সীমানা বিরোধ নিয়ে উত্তেজনার খবরে দুই উপজেলার সীমানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।এছাড়া ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও বিভাগীয় কমিশনার মহোদয়কে জানানো হয়েছে।বিষয়টি সমাধানের চেষ্টা করা হ”েছ।এছাড়া সীমানা যেখানেই হোক জমির মালিকানা একই থাকবে বলেও জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com