বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

তিস্তা প্রকল্প নিয়ে সুখবর শিগগিরই: জাহিদ ফারুক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

বহুল প্রত্যাশিত তিস্তা প্রকল্পের বিষয়ে ‘সরকার উদ্বিগ্ন’ উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘এটা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কাজ করছে এখন। শিগগিরই একটা সুখবর দেওয়া যাবে।’ এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে বলে জানান তিনি। গতকাল সোমবার (১৩ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের নদী ভাঙ্গন পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এটাকে সহনীয় পর্যায়ে আনতে কাজ করছে মন্ত্রণালয়।’ ব্যয়বহুল হওয়ায় নদীতে স্থায়ী বাঁধ নির্মাণও সম্ভব হচ্ছে না বলে জানান জাহিদ ফারুক। তিনি বলেন, ‘তাই প্রতিবছর বাঁধ ভেঙে যায় আবার নতুন করে বাঁধ নির্মাণ করতে হয়, এটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।’ দুর্নীতির কারণে নয়, নদীর গতি প্রকৃতি পরিবর্তনের কারণে বর্ষা আসলেই বাঁধ ভেঙে যায় বলেও দাবি করেন তিনি। নদীভাঙন সম্পর্কে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নদীর তীর থেকে বালু উত্তোলন সঠিকভাবে হলে নদীভাঙন অনেকটা কমে যাবে। তাই এখন থেকে রাতে নদীর তীরের বালু উত্তোলন বন্ধ থাকবে, শুধু দিনেরবেলা বালু উত্তোলন হবে। এরফলে অসাধুভাবে বালু উত্তোলন বন্ধ হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com