আসন্ন আগামী ১৯ জুন/২০২২ইং এসএসসি ও দাখিল পরীক্ষা/এসএসসি (ভোক) উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ই জুন) সকালে উপজেলা অডিটোরিয়াম কার্যালয়ে অবাধ, সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম.এ আরিফ সরকার, চৌহালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ হারুন আর রশিদ, খাষকাউলিয়া ছিদ্দিকীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, চৌহালী মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব রমজান আলী,খাষকাউলিয়া কে আর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফি উদ্দিন, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নজির মিয়া,সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাহ্হার ছিদ্দিকী। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন বলেন, আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষা নকল মুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষকদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষকদের শিক্ষক সুলভ মনোভাব নিয়ে পরীক্ষার দায়িত্ব পালন করার বিশেষ ভাবে অনুরোধ জানান। সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দাখিল মাদ্রাসার অধ্যক্ষ, সুপার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।