তৃতীয়বারের মতো টাইগারদের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। নেতৃত্বে ফিরেই তার সামনে কঠিন চ্যালেঞ্জর নাম ওয়েস্ট ইন্ডিজ। যদিও তার অধিনায়কত্বে ১৭ ম্যাচে যে তিনটি জয় এসেছে সবগুলোই ক্যারিবীয়দের বিপক্ষে। তবে সিরিজের প্রথম টেস্ট হারের মুখোমুখি বাংলাদেশ। ব্যাটারদের চরম ব্যাটিং ব্যর্থতায় এই পরাজয় বলার অপেক্ষা রাখে না। প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১০৩ রানে। দ্বিতীয় ইনিংসেও একই পরিণতি হতো। ১০৯ রানে ৬ উইকেট হারোনার পর নুরুল হাসান সোহানকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সাকিব। দু’জনই ফিফটি হাঁকিয়ে আউট হন। তবে ইনিংস হারের যে শঙ্কা পেছনে ফেলে স্কোর বোর্ডে জমা করে ২৩২ রান।
ক্যারিবীয়দের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৮৪ রানের। দুই ইনিংসেই ব্যাট হাতে ফিফটি হাঁকান সাকিব। তার নেতৃত্বে দারুণ আস্থা রাখছেন বিসিবির সিনিয়র কোচ মিজানুল রহমান বাবুল। তিনি বলেন, ‘সাকিব এমন একজন খেলোয়াড় যে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক রাঙ্কিংয়ে শীর্ষ স্থানে পৌঁছাতে পেরেছে। অধিনায়ক হিসেবে সাকিবের যে প্রত্যাবর্তন তা খুবই ভালো। সে সবচেয়ে বেশি ট্যালেন্টেড প্লেয়ার। সাকিবের যে ধরনের অ্যাওয়্যারনেস, দূরদর্শী চিন্তা ভাবনা এটা সাংঘাতিক। সাকিব এর আগেও লোকাল ক্রিকেটে অধিনায়কত্ব করেছে, এর আগেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছে। এতে তার কোনো সমস্যা হওয়ার কথা না এবং খুব ভালো দায়িত্ব পালন করেছে। টিমকে মোটিভেটেড করার জন্য সাকিবের বুদ্ধিমত্তা সাংঘাতিক। সাকিবের মোটিভেশনটা আমি নিজেই অনেক কাছ থেকে দেখেছি। তার ছোট ছোট কথাবার্তা দলকে ইন্সপায়ার করে। সেসব দিক দিয়েই ট্যালেন্টেড।’ অন্যদিকে দেশের সিনিয়র বর্তমান ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানই অন্যতম সেরা মনে করে মিজানুর রহমান বলেন, ‘আমরা যদি সিনিয়র চার ক্রিকেটারদের কথা বলি, (মাশরাফি যদিও খেলছে না) বাকি যে চারজন আছে তারা কোথাও না কোথাও এখনো পারফর্ম করেই যাচ্ছে। সাকিব এদের মধ্যে অন্যতম। কোনো ভাবে বোলিং না হলে ব্যাটিংয়ে পারফর্ম করছে। কোনো না কোনো ভাবে সে পারফর্ম করেই যাচ্ছে। সাকিব নিজেও বলে বোলিংয়ে তার কোনো সমস্যা নেই তাই সে ব্যাটিং আরও ভালো করার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। যেহেতু এখন সে দলের দায়িত্বে আছে তাই সে ব্যাটিংয়ে বেশি মনোযোগী কেননা দলের উপরের দিকের কেউ তেমন ভালো করতে পারছে না। আমি যতটুকু দেখেছি সে কিন্তু তার সাবলীল ব্যাটিংতাই করেছে। আমি দেখিনি যে, সে টিম বিপদের আছে বলে পারফর্ম করার চেষ্টা করছে এমন না। সে সব সময় যেমন ব্যাটিং করে তেমনই করছে।’