জয়পুরহাট জেলার পাঁঁচবিবি উপজেলার অন্তর্গত আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এমপিওভুক্তি উপলক্ষে শোকরানা স্বরুপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই জুলাই শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় চত্ত্বরে এই শোকরানা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ। উল্লেখ্য ২০০১ সালে গ্রামের মেয়েদের সুশিক্ষার কথা চিন্তা করে বিশিষ্ট তিন জন শিক্ষাবিদ, শিক্ষাগুরু মরহুম আবুল খায়ের মন্ডল, মরহুম মফিজ উদ্দিন পাটোয়ারী, মরহুম মাওলানা আমির উদ্দিন সাহেব সম্মিলিত উদ্যোগ থেকে এই বালিকা বিদ্যালয় টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয় শুরু লগ্ন থেকে দীর্ঘ ২১ বছর যাবত বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করে আসছিলেন শিক্ষকবৃন্দ। অবশেষে ২০২২ সালে জুনে শিক্ষকদের পরিশ্রমের প্রতিদানরূপ জয়পুরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জয়পুরহাট পাঁচবিবির উন্নয়নের রুপকার এডভোকেট সামসুল আলম দুদু এম,পির প্রচেষ্টায় বিদ্যালয়টি এমপিওভুক্তি হয়। বিশিষ্ট কবি এবং মুক্তমনা শিক্ষাগুরু জয়নুল আবেদিন মাহমুদের সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার আলহাজ্ব ইকবাল হোসেনের সভাপতিত্বে শোকরানা মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম, বিশেষ অতিথি পাঁচবিবি উপজেলা নির্বাহি অফিসার বরমান হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আয়মা রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল আলম বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, হাজি মুনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কোরবান আলী, ইউপি সদস্য মুশফিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাতা শিক্ষাগুরু সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত ও অত্র প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুজার রহমান।