সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য ১২ দিনে পানিতে ডুবে ১২ শিশুর মৃত্যু অর্থবছরের ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ১৪ শতাংশ বেড়েছে: অর্থমন্ত্রী চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল

লোডশেডিংয়ে ক্ষতির মুখে বাগেরহাটের মৎস্য খাত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২

লোডশেডিংয়ে জনভোগান্তির পাশাপাশি বাগেরহাটের মৎস্য খাতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। এতে করে শঙ্কার মধ্যে পড়েছেন এখানকার জেলে ও মৎস্য চাষিরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় গলদা, বাগদা, ইলিশ, রুই ও কার্পসহ বিভিন্ন জাতের মাছ উৎপাদন হয়। এখানকার উৎপাদিত সাদা সোনা খ্যাত চিংড়ি প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা হয়। কিন্তু বাগেরহাটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও বরফ কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে বরফ কারখানায় চাহিদামতো বরফ পাচ্ছে না চাষি ও মাছ ব্যবসায়ীরা। বারাকপুর মৎস্য আড়তের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, বিদ্যুতের সমস্যার কারণে বরফ কম জমাট বাধায় আগের থেকে বেশি টাকার বরফ দিয়ে মাছ পাঠাতে হচ্ছে। আগে যেখানে এক হাজার ৫০০ টাকার বরফ দিয়ে এক পেটি মাছ ঢাকায় পাঠানো যেত এখন সেখানে প্রায় দুই হাজার ৪০০ টাকার বরফ প্রয়োজন হচ্ছে।
সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং ট্রলারচালক মিকাইল ইসলাম বলে, ‘টানা ৬৫ দিন অবরোধ আমরা ঠিকমত মেনেছি। এখন আমরা সাগরে মাছ ধরতে যাবো। কিন্তু চাহিদানুযায়ী বরফ পাওয়া যাচ্ছে না।
খুচরা বরফ ব্যবসায়ী মিকাইল ইসলাম জানান, লোডশেডিংয়ের অজুহাতে ভিতরে ফাকা বরফ দেয়া হচ্ছে। মাঝে মধ্যে কম জমাট বাধা বরফও দেওয়া হচ্ছে। এর ফলে ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা।
সুন্দরবন বরফকলের ক্রেন অপারেটর মিঠুন ম-ল জানান, দিন-রাতে বেশ কয়েকবার বিদ্যুৎ যাওয়া-আসা করে। একবার বিদ্যুৎ গেলে অনেক সময় পরে আসে। বিদ্যুতের লুকোচুরির ফলে বরফ ঠিকমত জমাতে পারছেন না।
নাগেরবাজারের বরফকল মালিক তারাপদ দাম বলেন, যেভাবে বিদ্যুৎ যাচ্ছে তাতে কোনো ভাবেই ক্রেতাদের ঠিকমতো বরফ দেওয়া যাবে না। আগামীতেও বরফের চাহিদা পূরণ করা সম্ভব হবে না।
বাগেরহাট চিংড়ি চাষি সমিতির সভাপতি ফকির মোহিতুল ইসলাম সুমন বলেন, লোডশেডিংয়ের কারণে বাগেরহাটে বরফ সংকট দেখা দিয়েছে। এর ফলে ঠিকমত মাছ সংরক্ষণ করা যাচ্ছে না। তাছাড়া রপ্তানির জন্য চিংড়ি হিমায়িত করতেও সমস্যা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাছ চাষিরা
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করণে বিদ্যুতের প্রয়োজন। লোডশেডিংয়ে বরফ জমাতে পারছেন না মিল মালিকরা। এতে সাগরে যাওয়ার জন্য জেলেরা ও ব্যবসায়ীরা বরফ পাচ্ছেন না। আর হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাত করণেও সমস্যা হচ্ছে।
বাগেরহাট ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক বলেন, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারের নেওয়া লোডশেডিং কার্যক্রম চলছে। বাগেরহাটেও সে অনুযায়ী লোডশেডিং হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com