মুসলিম বালক-বালিকাদের ‘মক্তব’ একটি প্রাচীন শিক্ষাব্যবস্থা। এক সময়ে প্রত্যেকটি শহরের পাড়া-মহল্লায় কিংবা গ্রামাঞ্চলে কোরআন শিক্ষায় একমাত্র প্রাথমিক শিক্ষালয় ছিলো এই মক্তব। সেটি ধীরে ধীরে বন্ধ হওয়ার দিকে। অবশেষে গাইবান্ধার সাদুল্লাপুরে সেই মক্তব কার্যক্রম শুরু করলো ‘জেড.এফ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (২ আগস্ট) জোনার ফাউন্ডেশনের (জেড এফ) উদ্যোগে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পূর্বপাড়া জামে মসজিদে পবিত্র কোরআন শিক্ষায় মক্তব কার্যক্রমের উদ্বোধন করেন মসজিদটির সহ সভাপতি মাহবুবর হাসান পেয়ারা।এসময় জোনার ফাউন্ডেশন (জেড.এফ) সভাপতি এজে আশিকুর রহমান শাওন, ফাউন্ডেশনের সদস্য ও মক্তব শিক্ষক হাফেজ মাওলানা মো. ওবাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে শোকের মাস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।স্থানীয়রা জানায়, ওই মসজিদে পূর্বেও মক্তব কার্যক্রম চালু ছিলো কিন্তু অজ্ঞাত কারণে হঠাৎ সেটি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে জোনার ফাউন্ডেশন নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এলাকার অভিভাবকদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে পুণরায় মক্তব শিক্ষালরের যাত্রা শুরু করা হলো।