সোমবার, ২৭ মে ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে নতুন উদ্ভাবন ডায়াবেটিক ধানের পরীক্ষামূল চাষ ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত ডিমলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা তীব্র তাপদাহ হাকিমপুরে ৪০০ শিক্ষার্থী পেলো ছাতা সফিউদ্দিন একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রাক্তন গুণীজন ছাত্রদের সম্মাননা বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেলেন গজারিয়ার মাইশা তৃণমূল পর্যায় থেকে উঠে আসা জননেতা মতিয়ার রহমান কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনের সংবাদ সম্মেলন চাটখিলে দাখিল কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা

নগরকান্দায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে। সরেজমিনে দেখা গেছে দহিসারা গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে মিজানুর রহমান রহমান মোল্যা এবং মৃত রোকন মোল্যার ছেলে তৈয়াব আলী মোল্যার মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে জমির মালিকানা নিয়ে তৈয়াবুর রহমান মামলা করলে বিজ্ঞ আদালত সেই জমিতে ১৪৪ ধারা জারি করেন। সেই আইন অমান্য করে মিজানুর রহমান মোল্যা জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করে। এবং ঐ জমিতে তৈয়াবুর মোল্যার লাগানো মূল্যবান গাছ কেটে  ফেলেন মিজানুর রহমান ও তার স্ত্রী রেনু বেগমসহ তার পরিবারের লোকজন। একই জমির মালিকানা দাবী করছে উভয় পক্ষ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে শালিস হয়। কিন্তু মিজানুর রহমান সহ তার পরিবার সেই শালিসও অমান্য করেছে। এ ব্যাপারে অভিযোগকারী তৈয়াব আলী মোল্লা বলেন, গত ১৯৯৩ সালে উক্ত জমির মালিক তারাপদ সরকার, সারোজনী সরকার, হরিচরন সরকারের কাছ থেকে ক্রয় করে দলিল মুলে ভোগ করে আসছি। কিন্তু পরবর্তীতে জমিটি একই গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে মিজানুর রহমান গংরা ভূয়া কাগজপত্র দিয়ে বিএস রেকর্ড করে নিলে আমি আদালতে বিএস সংশোধনী মামলা করি। এ মামলা চলমান অবস্থায় জমিতে আমার রোপনকৃত গাছ মিজানুর গংরা কেটে নিয়ে গেলে আমি ফরিদপুরের আদালতে ১৪৪ ধারায় মামলা করি। অথচ এ মামলা চলমান অবস্থায় তারা আদালতের নির্দেশ অমান্য করে আমার জমিতে পুনরায় গাছ কেটে সেখানে ঘর নির্মান কাজ শুরু করে। এ ব্যাপারে মিজানুর রহমান মোল্লার স্ত্রী রেনু বেগম(৪২) বলেন, আমাদের জমিতে আমরা ঘর দিতেছি। এ জমি আমাদের। আমাদের সব কাগজপত্র আছে।  অথচ তৈয়াবুর মোল্লা অন্যায় ভাবে এ জমি তার বলে দাবী করে আসছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com