বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক হৃদয় ইসলামকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২

রাজধানী ঢাকার ডেমরার বাদশা মিয়া রোড মাতুয়াইল নিউ টাউন আবাসিক এলাকায় অবৈধভাবে মেসার্স এম. এ. সালাম এন্টারপ্রাইজ নামে এসিড কারখানাটি পরিচালনা করে আসছেন।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে
মুঠোফোনে ওই কারখার কমরত আসিকের কাছে জানতে চাইলে দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোটার ও ডেমরা থানা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হৃদয় ইসলামকে আসিক মেরে ফেলার হুমকি দেন । বলেন, তুই যদি এ ব্যাপারে সংবাদ প্রকাশ করো তাহলে তোকে মেরে বস্তায় ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেব।
এ ব্যাপারে ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ সমাচার ও ডেমরা থানা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হৃদয় ইসলামকে হত্যার হুমকি দিয়েছেন
মের্সাস এম. এ. সালাম এন্টারপ্রাইজের মালিক পক্ষের আশিকুর নামে এক ব্যক্তি।
গত বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক হৃদয়কে মুঠোফোনে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় ডেমরা থানায় একটি অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সাংবাদিক হৃদয় ইসলামসহ কয়েকজন গণমাধ্যম কর্মীরা মেসার্স এম.এ.সালাম এন্টারপ্রাইজে তথ্য সংগ্রহ করতে গেলে মালিক সালামকে পাওয়া যায়নি। সেখান থেকে চলে এসে। দুপুর ২টা ২৫ মিনিটে তার ব্যক্তিগত মোবাইল (০১৯০২৮৯৩১৫১) নম্বর থেকে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চাইলে মেরে ফেলার হুমকি দেয়।
এলাকাবাসী অভিযোগ, অবৈধভাবে আবাসিক এলাকায় এসিড কারখানা পরিচালনা করে আসছেন । এ ব্যাপারে জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগালি ও মেরে ফেলার হুমকি দেন আসিক।
এরপর বলা হয়, তোকে এলাকায় দেখা গেলে তুলে নিয়ে যাওয়া হবে এবং মেরে ফেলার হুমকিসহ ক্ষতি করা হবে বলে হুমকি দেয়া হয়। তোর মতো সাংবাদিক আমার কিছু করতে পারবি না।
সাংবাদিক হৃদয় ইসলাম অভিযোগ করে বলেন, ক্রাইম রিপোর্টার হিসেবে আমাকে প্রায় সময় সব জাগায় তথ্য সংগ্রহ করে রিপোর্ট করার জন্য যাওয়া-আসা করতে হয়। হুমকিদাতার এমন প্রাণনাশের হুমকিতে আমি শঙ্কিত এবং যে কোনো সময় আক্রমণের শিকার হতে পারি। সে শুধু একা নয়, তার সাথে আরো দু-একজন থাকতে পারে বলে অনুমান করছি। এমতাবস্থায় আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তার জন্য সাহায্য কামনা করছি।
এদিকে সাংবাদিক হৃদয় ইসলামকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডেমরা থানা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. আ: আলীম, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার দিলু, সাংগঠনিক সম্পাদক এস এম মিন্টু, সহ-সভাপতি মনিরুজ্জামান, মো:আহসান হাবিব রিপন অর্থ সম্পাদক যুগ্ম-সাধারণ সম্পাদক মো.শরিফুল হক, সহ-সভাপতি মুজাম্মেল হক সাদ্দাম, প্রচারও প্রকাশনা সম্পাদক ইমরান, মহিলা বিষয় সম্পাদিকা মোসাঃ উর্মি, কার্যকরী সদস্য মিজানুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির নেতারা।
গত শুক্রবার সংগঠনটির সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, হৃদয় ইসলাম গত প্রায় ৬ বছর ধরে ক্রাইম রিপোর্টার সাংবাদিকতায় সুনাম ও দক্ষতার সাথে কাজ করে আসছেন। এহেন ঘটনার পর তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একজন পেশাদার সাংবাদিকের এভাবে হত্যার হুমকি দিয়ে হয়রানি করা অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের। যা আমাদের কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নেতারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com