ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডবাসীর সাথে নির্বাচনি মতবিনিময় সভা করেছেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান। শনিবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের বাকাইল এতিমখানা মাদ্রাসার হলরুমে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান টিপুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক মো. সেলিম শেখের পরিচালনায় এসময় বক্তব্য প্রদান করেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির মিয়া, আওয়ামী লীগ নেতা শাহিদুল ইসলাম, ফরিদ বিশ্বাস, আলম মিয়া, মিরাজ শেখ, মেহেদী মাষ্টার, কালাম মুন্সী, হাসান মিয়া, আশরাফ মোল্যা ও মমিন খান প্রমুখ। নির্বাচনি সভায় বাঁকাইল, নগরকান্দা ও বাগবাড়ির কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। নির্বাচনি মতবিনিময় সভার প্রধান অতিথি পৌর মেয়র সাইফুর রহমান বলেন, পৌরসভার এই ৩নং ওয়ার্ডকে আমার নিজের ওয়ার্ড মনে করি সবসময়। আমার প্রতি আস্থা রেখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে প্রথম পৌরসভার মেয়র বানিয়েছেন। আমি চেষ্টা করেছি আপনাদের সেই আস্থার প্রতিদান দিতে। আপনারা যখন যে অবস্থায় আমাকে স্বরণ করেছেন আমি হাজির হওয়ার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে আমার প্রতি আস্থা রাখুন আমি আপনাদের সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। ছোট বেলা থেকে আপনাদের সাথে আমার বেড়ে ওঠা বাকি জীবন আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। ব্যক্তি জীবনে আমার কোন চাওয়া পাওয়া নেই। আপনাদের পাশে থেকে সেবা করাটাই মূল উদ্দেশ্যে। আপনারা আমার জন্য দোয়া করবেন। বক্তব্যের মধ্যে এলাকাবাসী দাবি করেন বাঁকাইল ঈদগাহ মাঠ সংস্কার করার জন্য মেয়র সাইফুর রহমান বলেন, ইতোমধ্যে বাঁকাইল ঈদগাহ মাঠ সংস্কারের কাজ টেন্ডার হয়েগেছে। যে কোনো মুহুত্বে কাজ শুরু হবে।