সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

ডেমরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়াও আলোচনা সভা

হৃদয় ইসলাম :
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২

রাজধানী ডেমরায় গতকাল বামৈল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত।
প্রধান অতিথি ছিলেন কাজী মনিরুল ইসলাম মনু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা  ঢাকা-৫ আসনের সংসদ সদস্য তিনি বলেন ১৫ আগস্ট ১৯৭৫ সালে বাংলাদেশের অভ্যুত্থান হলো মধ্য সারির সশস্ত্র অফিসারদের দ্বারা সংগঠিত একটি সামরিক অভ্যুত্থান। খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে একটি পাকিস্তানপন্থি সরকার দিয়ে শেখ মুজিবুর রহমানের ধর্মনিরপেক্ষ সরকারকে অপসারণের পরিকল্পনা করেছিলেন কর্মকর্তারা। শেখ মুজিব এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য এ অভ্যুত্থানে নিহত হন। শেখ মুজিবের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত শেখ মুজিবুর রহমান, শেখ আবু নাসের, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, সুলতানা কামাল খুকী, শেখ জামাল, পারভীন জামাল রোজী, শেখ রাসেল শেখ মনির বাড়ি গুলিতে গুরুতর আহত এবং হাসপাতালে মৃত ঘোষিত শেখ ফজলুল হক মনি, বেগম আরজু মনি (বেগম সামসুন্নেসা) সহপরিবার নিহত হয়।সভাপতিত্ব করেন এম এ রশিদ সভাপতি সাবেক ৭নং ওয়াড আওয়ামী লীগ। ওসি ডেমরা থানা শফিকুর রহমান পিপিএম, আব্দুল আজিজ প্রধান সাবেক সাধারণ সম্পাদক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ তিনি বলেন ১৯৭৫ সালের এই দিনে বাঙালি জাতির অনেক ইতিহাস রয়েছে। এমনি এমনি এদেশটি স্বাধীনতা লাভ করেনি। উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান পুলিন ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর। আয়োজনে মোহাম্মদ জালাল উদ্দিন জালু সভাপতি বামৈল দক্ষিণ ইউনিট আওয়ামী লীগ।সঞ্চালনায় আমিরুল ইসলাম মৃধা মাসুদ সাধারণ সম্পাদক বামৈল দক্ষিণ ইউনিট আওয়ামী লীগ কাওসার আহমেদ রনি ইয়াসিন আরাফাত, মোঃ সোহেলসহ অনেকেই উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com