ফেনীর সোনাগাজীতে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে। পৌর শহরে টহল জোরদার করেছে পুলিশ। মাঝে মধ্যে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ।
গতকাল সোমবার (২৯ আগস্ট) বিকেলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। বিকেল সাড়ে ৪টা থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপির নেতাকর্মীরা শহরতলীর ভৈরব রাস্তার মাথায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন শহরের জিরো পয়েন্টে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন। এদিকে বিএনপি-পুলিশ সংঘর্ষে ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা) মাশকুর রহমান আহত হয়েছেন। অন্যদিকে বিএনপির দাবি, সংঘর্ষে তাদের পাঁচজন কর্মী আহত হয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই স্থানে বেলা ১১টায় শোকসভার আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।