ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উপজেল প্রশাসনের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠিত সভায় ‘উপজেলার সার বাইরে না যায়’ প্রান্তিক কৃষক যেনো ন্যায্য মূল্যে সার পায়। উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ যেনো তাদের মনিটরিং জোরদার করে এ সংক্রান্ত বিষয় বিস্তারিত উল্লেখ পূর্বক সতর্কতা মূলক দিক নির্দেশনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বিশেষ করে খুচরা ডিলারদের প্রতি মনিটরিং জোরদার করার কথা বলেন।প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খাঁয়ের,ইউপি চেয়ারম্যানবৃন্দ। এ ছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,উপজেলার বিএডিসি ও বিসিআইসির বিভিন্ন সার ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।