নিবন্ধনকৃত হোমিওপ্যাথিক ডাক্তারদের অহেতুক গ্রেফতার, জরিমানা ও হয়রানির প্রতিবাদে জেলার লোহাগড়া উপজেলা সদরের রামনারায়ন পাবলিক লাইব্রেরির সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় উপজেলায় কর্মরত হোমিও ডাক্তররা চেম্বার বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক পেশাজীবি ডক্টর্স এ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ চলাকালে বক্তৃতা করেন সংগঠনের লোহাগড়া উপজেলা সভাপতি ডা: হায়াতাদুর রহমান উজ্জ্বল, সাধারন সম্পাদক ডা: শেখ রাজিবুল আলম,ডা: মো: সামিরুল ইসলাম, ডা: রবীন্দ্রনাথ বিশ্বাস, ডা: প্রদীপ ব্যানার্জী, ডা: জোৎ¯œা খানম, ডা: তসিবুল আলম, ডা: মনিরুল ইসলাম, ডা: তারকুল ইসলাম, ডা: সোহাগ মুন্সী, ডা: তহমিনা, ডা: ইমরুল হোসেন, ডা: ইমতিয়াজ, ডা: অজয় শিকদার প্রমূখ। বক্তারা বলেন, হোমিও ডাক্তাররা মানুষকে পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ করে থাকেন। সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নি¤œবিত্ত সবশ্রেণীর মানুষ বর্তমানে হোমিও চিকিৎসা গ্রহণ করছেন। তুলনামূলক অনেক কম খরচে নতুন-পুরাতন জটিল রোগের চিকিৎসা দেয়া হয় হোমিও ওষধে। অথচ নানা অজুহাতে হোমিওপ্যাথিক ডাক্তারদের হয়রানি করা হচ্ছে। হোমিওপ্যাথিক ডাক্তারদের অহেতুক হয়রানি বন্ধের জন্য স্থানীয় প্রশাসনসহ সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।