শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::

শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন এর শুভ উদ্বোধনের বিনামূল্যে চিকিৎসা পেলেন ১২৫ জন হৃদরোগী

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশন এর (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর এফিলিয়েটেড) শুভ উদ্বোধন ও হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামে ফ্রি হার্ট ক্যাম্প এর কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিকভাবে হার্ট ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি সাংবাদিক বকসি ইকবালএর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য, সাংগঠনিক সম্পাদক ডা. দেবব্রত দত্ত হাবুল, তথ্য ও প্রচার সম্পাদক বিকুল চক্রবর্তী, হার্ট ফাউন্ডেশন এর সদস্য সাংবাদিক ইমাম হোসেন সোহেল, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, ডা. আবদুল্লাহ আল মামুন প্রমুখ। বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা স্পেসালাইজড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফৌজিয়া খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোহাম্মদ আলী ভূইয়া জয় ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুলতান আহমদ। শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায় দৈনিক খবরপত্র-কে বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র প্রচেষ্টায় এ চিকিৎসা সেবার যাত্রা শুরু হয়েছে শ্রীমঙ্গলে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্থাপনের কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি হার্ট ক্যাম্পে ১২৫ জন রোগীকে বিনামূল্যে ইসিজিসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com