সেপ্টেম্বর শনিবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন করিমুল্ল্যাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি আউলিয়াপুর পিএফএ’ এর বাস্তবায়নে এবং দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরীতে পুতুল নাচ, নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাফুন নাহার, ইউপি সদস্য মোস্তফা কামাল ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুব ফোরামের সভাপতি মোঃ নাঈম। বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যধি। শুধু আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য চাই সামাজিক আন্দোলন। শিশুদের সামাজিক নিরাপত্তার জন্য আমাদের কাজ করতে হবে। তাদের সুরক্ষার জন্য সুরক্ষায় বলয় তৈরী করতে হবে। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন গড়তে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র্যালী, নাটিকা, পুতুল নাচসহ প্রতিটি বাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধ স্টিকার লাগানোর কর্মসূচী পালন করছে। শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যরা একটি মনোজ্ঞ নাটিকা ও পুতুল নাক পরিবেশন করে।