শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

মাদক ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে বাবার মানববন্ধন

ওয়াসিম হোসেন (ধামরাই) ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

চিহ্নিত মাদক ব্যবসায়ী আতাউর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঢাকার ধামরাই উপজেলার গোমগ্রাম বাজারের ব্যবসায়ীরাসহ এলাকাবাসি। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারে মানববন্ধন করেন গোমগ্রাম বাজার ব্যবসায়ীরা, স্কুলের ছাত্র-ছাত্রীরাসহ এলাকাবাসীরা। দুই মাদক ব্যবসায়ী আতাউর রহমান ও খোকন এর বাবা আবেদ আলী মানববন্ধনে উপস্থিত হয়ে ছেলেদের শাস্তি দাবি করে বলেন, আমার দুই ছেলে আতাউর ও খোকন মাদক ব্যবসার সাথে জরিত আমি তাদের সাথে পারি না। আমার দুই ছেলের শাস্তি দাবি করছি আর আমি তাদের সাথে পারি না তাই আইনের সাহায্য নিয়েছি। তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। এলাকাবাসীরাও তাদের জন্য অতিষ্ঠ হয়ে গেছে। তারা আমার কোন কথা মানে না। মানববন্ধনে গোমগ্রাম বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমাদের এই বাজারে (গোমগ্রাম বাজার) দীর্ঘদিন ধরে চুরি ছিনতাই ডাকাতির ঘটনা ঘটছে। যারা মাদক বিক্রি করে তারা এই বাজারের প্রতিটা দোকানে লুটপাট করতেছে, রাতের বেলা মানুষ টাকা নিয়ে বাহিরে যেতে পারে না। মাদক সম্রাট আতাউর রহমানের ছত্রছায়ায় শত শত মাদক ব্যবসায়ীরা আমাদের এই বাজারকে তছনছ করে দিচ্ছে। আমরা এই মাদক ব্যবসায়ীদের নির্মুল করতে এলাকাবাসি এক হয়েছি, আমরা সবাই প্রশাসনের সহযোগীতা কামনা করছি। গোমগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পলাশ বলেন, আমরা যারা ব্যবসা করি সন্ধ্যার পরে ক্যাশ (ব্যবসার নগদ টাকা) নিয়া বাড়িতে যেতে পারি না। আমাদের বাজারে প্রতিটা লোক আতঙ্কে থাকে। কিছুদিন আগেই পাশের দোকান থেকে ৪লাখ টাকা নিয়া গেছে এক ব্যবসায়ীর, মাদক ব্যবসায়ী আতাউর রহমানকে বলায় এই ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি দেয়। আমরা গোমগ্রাম বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী সবাই মিলে ২৪ ঘন্টার মধ্যে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার দাবি জানাই। উল্লেক্ষ্য, গত ২৮ সেপ্টেম্বর মাদক ব্যবসায়ী আতাউর রহমানকে গণপিটুনি দেয় এলাকাবাসী, পরে এই মাদক ব্যবসায়ীর বউ বাদি হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com